Home » করোনায় বন্ধ চন্দনেশ্বর, ভগবানপুরে ৫০০ বছরের মন্দিরে গাজন পালন সাড়ম্বরে

করোনায় বন্ধ চন্দনেশ্বর, ভগবানপুরে ৫০০ বছরের মন্দিরে গাজন পালন সাড়ম্বরে

by Biplabi Sabyasachi
0 comments

Corona

আরও পড়ুন ঃতমলুকে পথ দুর্ঘটনায় মৃত্যু সিভিক ভলান্টিয়ার

পত্রিকা প্রতিনিধিঃ প্রতি বছর চৈত্র মাসের শেষ লগ্নে দীঘার পার্শ্ববর্তী রাজ্য ঊড়িষ্যার বিখ্যাত চন্দনেশ্বর মন্দিরের গাজন উৎসবে সামিল হতেন বাংলা ও ঊড়িষ্যার লক্ষাধিক মানুষ। বাবা চন্দনেশ্বরের ভক্ত হয়ে মানত রক্ষা করতে কেউ কেউ আবার পৈতে ধারণ করত। কিন্তু তা এবছর বাধ সাধল করোনা। যাঁর ফলে গত বছর এই মন্দিরের গাজন উৎসব বন্ধ রাখা হয়েছিল। তবে কয়েক মাস আগে ভক্তদের জন্য মন্দির খুলে দেওয়া হলেও করোনার ভয়াবহতার জন্য মন্দির সহ চড়ক উৎসব বন্ধ রাখার জন্য বালেশ্বর জেলা প্রশাসন বিশেষ বৈঠকে মিলিত হয়।

আর তাতে সিদ্ধান্ত নেওয়া হয় আজ, সোমবার থেকে ১৪ই এপ্রিল পর্যন্ত মন্দিরে কোনো প্রকার পূজো ,মানত রক্ষা, পৈতে দেওয়া, জলঢালা ,নীল ব্রত পালন কিংবা দর্শনের জন্য ভক্তদের প্রবেশ নিষিদ্ধ । আর তাঁর জেরেই পূর্ব মেদিনীপুর থেকে অগণিত ভক্তদের চন্দনেশ্বর মন্দিরে মানত রক্ষা বাধ সাধল। যে কারনে বহু ভক্ত স্থানীয় শিবালয় মন্দিরে পৈতে ধারণ করে মানত রক্ষা করতে শুরু করে দেয়। তাই পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুরের বহু প্রাচীন প্রায় পাঁচশো বছরের পুরানো মন্দির। আর সেই সময়কালে রাজা দুর্গাদাস রায় এই শিবালয় মন্দিরের প্রতিষ্ঠা করেন। যা আজও নিত্য পূজার মধ্যদিয়ে মন্দিরের আরাধনা হয়। শিবালয়ের শিব মূর্তি এক বিশেষ ভাবে তৈরি। তবে গাজন উৎসব পালনে স্থানীয় ভক্তদের মধ্যে অনেকেই মানসিক পুরনের জন্য দুধ, ডাব ঢালেন, এমনকি গাজনের নীল রাত্রির দিন কয়েকশত ভক্তরা বাঁকে জল নিয়ে এসে শিবলিঙ্গের ওপর ঢালেন। তবে এবছর উড়িষ্যা রাজ্যের চন্দনেশ্বর মন্দির বন্ধ থাকার কারনে ভগবানপুর শিবালয় মন্দিরে ভক্তের সংখ্যা আরও বৃদ্ধি পাবে বলে মনে করছেন মন্দির কর্তৃপক্ষ। বিশেষ বৈশিষ্ট্য হিসেবে ১৩ দিন ধরে ১৩ ভক্তা পালন হয় ভগবানপুর শিবালয় মন্দিরে।

স্থানীয় বাসিন্দা মন্টু জানা জানান, তিনি প্রায় ৫০ বছর ধরে চন্দনেশ্বরে ভক্তা হয়ে আসছেন। কিন্তু এবছর করোনা আবহের কারনে উড়িষ্যা রাজ্যে ফের লকডাউন। তাই এবার ভগবানপুরের শিবালয় মন্দিরেই ভক্তা হয়েছেন তিনি। অপরদিকে, মন্দির কর্তৃপক্ষ সুদেশ রঞ্জন মেট্যা বলেন, লকডাউনের ফলে এবছর চন্দনেশ্বরের মন্দির বন্ধ। তাই এই মন্দিরে প্রচুর ভিড় হবে। গতবছর লকডাউনের ফলে বন্ধ ছিল কিন্তু এবছর আমরা করোনা বিধি মেনে মাক্স, স্যানিটাইজার দিয়ে সামাজিক দূরত্ব বিধিকে মান্যতা দিয়েই নীলরাত্রি পালন করব।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Corona

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.