Home » ভয়ংকর রুপ নিচ্ছে Covid ! পূর্ব-পশ্চিম মেদিনীপুরে একদিনেই সংক্রমিত ৫৭২ জন, বাড়ছে সু্স্থতার হারও

ভয়ংকর রুপ নিচ্ছে Covid ! পূর্ব-পশ্চিম মেদিনীপুরে একদিনেই সংক্রমিত ৫৭২ জন, বাড়ছে সু্স্থতার হারও

by Biplabi Sabyasachi
0 comments

Covid news

আরও পড়ুন ঃশালবনী কোভিড হাসপাতালে ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করোনা রোগীর

পত্রিকা প্রতিনিধি‍ঃ সারা দেশের পাশাপাশি এরাজ‍্যেও আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ার পর অবশেষে খানিকটা হলেও টনক নড়েছে প্রশাসন এবং সাধারণ মানুষের। গত ২৪ ঘণ্টায় ছবিটাও তাই বদলেছে। বিভিন্ন জেলার প্রশাসনিক কর্তারা করোনা রোধে বৈঠক করার পাশাপাশি স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থার কর্মীরাও পথে নেমেছেন সচেতনতা বাড়াতে। কিছু জায়গায় বিনামূল্যে মাস্কও বিতরণ করা হচ্ছে। তবে এরাজ‍্যের দুই মেদিনীপুরে কমেনি করোনা আক্রান্তের বরং তা বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘন্টায় দুই মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলা মিলে  নতুন করে করোনায় আক্রান্ত  হয়েছেন ৬০০ জন । এরমধ্যে পশ্চিম মেদিনীপুর জেলায় ১৫৩ , পূর্ব মেদিনীপুর জেলায় ৪১৯ ও ঝাড়গ্রামে ২৮ জন বলে রাজ‍্য সরকারের স্বাস্থ্য দপ্তরের বুলেটিন সূত্রে জানা যাচ্ছে।

ইতিমধ্যে দুই মেদিনীপুরে পুলিশি ধরপাকড় ও লাগাতার প্রচারের ফলে সচেতনতা দেখা যাচ্ছে মানুষের মধ্যে। গত ২৪ ঘণ্টায় দোকান, বাজার সর্বত্র মাস্কের ব্যবহার বেড়েছে। ভিড় কমেছেও রাস্তাতেও। জেলা পুলিশ ইতিমধ্যে জানিয়ে দিয়েছে ৯টার পর দোকানপাট খুলে রাখা যাবে না। সেই নিয়মও লাঘু রয়েছে। শুধু শহরেই নয়, সচেতনতা দেখা যাচ্ছে গ্রামেগঞ্জেও। অপরদিকে পাশ্ববর্তী জেলা ঝাড়গ্রামে পুলিশ-প্রশাসন নয়, এবার মানুষজনকে করোনার দ্বিতীয় ঢেউ নিয়ে সচেতন করতে পথে নামল ‘ঝাড়গ্রাম নাগরিক অধিকার সমিতি।’ শুক্রবার সমিতির পক্ষ থেকে শহরের বিভিন্ন মোড়ে মাইকিং করে সচেতন করা ছাড়াও যাদের মাস্ক নেই, তাঁদের হাতে মাস্ক তুলে দেওয়া হয়। তবে এই পরিস্থিতিতে  রক্তের জোগান দিতে টানা এক সপ্তাহ ধরে ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট ব্লাড ডোনার্স ফোরামের সহযোগিতায় বিভিন্ন প্রান্তে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। করোনা নিয়ে সচেতন করতে গোপীবল্লভপুর ২ ব্লকের রান্টুয়া বাজার এলাকায় ব্যবসায়ীদের নিয়ে মিটিং করেন বেলিয়াবেড় থানার ওসি সুদীপ পালোধি। 

তবে এই পরিস্থিতিতে রাজ‍্যের বিভিন্ন জেলায় সংক্রমণের বৃদ্ধি দেখা গেলেও কিছু কিছু জেলায় সংক্রমণের পাশাপাশি আশা জাগাচ্ছে সুস্থতার হার। এমতাবস্থায় পশ্চিম মেদিনীপুর জেলায় গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ৬১ জন । এরমধ্যে এই জেলাতে একজনের মৃত্যু হয়েছে। পূর্ব মেদিনীপুর জেলায় সুস্থ হয়েছে ১৬৪ জন । মৃত্যু হয়েছে ২ জনের। অপরদিকে ঝাড়গ্রাম জেলায় সুস্থ হয়েছে ৭ জন । এই জেলায় এখনও পর্যন্ত কোনো করোনা রোগীর মৃত্যুর খবর মেলেনি।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Covid news

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.