Home » ‘সাবালকের ব্যর্থতা নাবালককে এসেই দেখতে হচ্ছে, দুর্নীতিগ্রস্তদের রেয়াত নয়’, নাম না করেই শুভেন্দুকে নিশানা করলেন Abhishek Banerjee

‘সাবালকের ব্যর্থতা নাবালককে এসেই দেখতে হচ্ছে, দুর্নীতিগ্রস্তদের রেয়াত নয়’, নাম না করেই শুভেন্দুকে নিশানা করলেন Abhishek Banerjee

by Biplabi Sabyasachi
0 comments

Abhishek Banerjee

আরও পড়ুন ঃতৃণমূলে যোগদানের ইচ্ছাপ্রকাশ করলেন লক্ষ্মণ শেঠ , জল্পনা তুঙ্গে

পত্রিকা প্রতিনিধিঃ ‘যশ’ (Yass) পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখতে বৃহস্পতিবার দুপুরে পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র লাগোয়া জলধা এলাকা পরিদর্শন করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন কপ্টারে করে তিনি প্রথমে রামনগরে পৌঁছান। এরপর সেখান থেকে তিনি জলধা এলাকায় আসেন। আর সেখানে ঘূর্ণিঝড় ‘যশ’-এর ফলে কী ক্ষতি হয়েছে, সেটা ঘুরে দেখেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন মৎস্যমন্ত্রী তথা রামনগরের বিধায়ক অখিল গিরি , জেলা যুব সভাপতি সুপ্রকাশ গিরি সহ অন‍্যান‍্য দলীয় কর্মীরা।পাশাপাশি এদিন অভিষেক বন্দোপাধ্যায় ‘যশ’ (Yass) শোল্ডারে গিয়ে স্থানীয় দুর্গতদের সঙ্গে কথা বলেন। বাঁধ নির্মাণে দুর্নীতি হলে রেয়াত না করার হুঁশিয়ারিও দেন তিনি। অপরদিকে তিনি ঘুরে দেখবেন কাঁথি ২ নম্বর সমুদ্র উপকূলের এলাকা পরিদর্শন করেন।

চিত্র-শুভম সিং

অভিষেকের আসার খবর পেয়েই বাঁধের উপর জড়ো হয়েছিলেন গ্রামবাসীরা। তাঁদের আরজি, “দ্রুত এই বাঁধ ঠিক করা হোক। আগামী ১২ তারিখ ফের ভরা কোটাল আছে। বাঁধ ঠিক না হলে গ্রামে আবার জল ঢুকবে।” সকলের অভিযোগ মন দিয়ে শোনেন যুব তৃণমূল সভাপতি। আশ্বাস দিয়ে বলেন, “সরকার সব করে দেবে। নিশ্চিন্তে থাকুন। এখন ঘর বাড়ির মায়া করবেন না। আগে প্রাণে বাঁচুন।” তিনি আরও জানান, “আগামী ১০ তারিখ থেকে ক্ষতিগ্রস্তদের ব্যাংকে সরকারি সাহায্য ঢুকতে শুরু করবে। সকলের টাকা পেতে একটু সময় লাগবে। সরকারকে সেই সময়টা দিন। সকলেই ক্ষতিপূরণ পাবেন জানান তিনি।” অপরদিকে “যাঁর যা ক্ষতি হয়েছে, তার খতিয়ান দিন। ১৫ দিনের মধ্যে ক্ষতিপূরণ দেওয়া হবে।” পাশাপাশি শিশুদেরও বিশেষ দেখভালের নির্দেশ দেন তিনি। একইসঙ্গে বাঁধের বেহাল দশা নিয়ে উগরে দিলেন ক্ষোভ। নাম না করেই তুলোধোনা করলেন শুভেন্দু অধিকারীকে। বললেন, “মানুষের টাকা সরিয়ে কারা এই বাঁধ নির্মাণ করেছেন সবাই জানেন। কাউকে রেয়াত করা হবে না।” এখানেই শেষ নয়, শুভেন্দুর ‘নাবালক’ কটাক্ষের জবাব দিলেন অভিষের। বললেন, “সাবালকের ব্যর্থতা দেখতে নাবালককে আসতে হয়। সাবালক শুধু বড়-বড় ভাষণ দিচ্ছেন। উনি যখন সাবালক তো সাবালকত্বের পরিচয় দিন। সাবালককে অন ক্যামেরা টাকা নিতে দেখা গিয়েছে। নাবালককে কিন্তু দেখা যায়নি।”

উল্লেখ্য, গত ৯ দিন আগে বয়ে গিয়েছে ঘূর্ণিঝড় ‘যশ'(Yass) । তাণ্ডবের ক্ষত ছড়িয়ে আছে গোটা দিঘা, শঙ্করপুর, মান্দারমনি ও তাজপুর এলাকাজুড়ে। সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত জলধা গ্রাম। চারমাস আগে তৈরি হওয়া সমুদ্র বাঁধ ‘যশ'(Yass) ও ভরা কটালের জেরে জলোচ্ছ্বাসে ভেসে বাঁধ ভেঙে মিশে গিয়েছে সমুদ্র তটে। রাস্তা ভেঙে গ্রামে ঢুকেছে জল। সরকারি ত্রাণের ভরসাতেই স্থানীয় বাসিন্দারা। আগামী বুধবার অমাবস্যার কটাল। ফলে নতুন করে জলোচ্ছ্বাসের জেরে ফের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Abhishek Banerjee

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.