Home » “রাজনীতির সময় নয়, মানুষকে বাঁচানোর সময়”,ঘাটাল ঘুরে দেখে বললেন দেব

“রাজনীতির সময় নয়, মানুষকে বাঁচানোর সময়”,ঘাটাল ঘুরে দেখে বললেন দেব

by Biplabi Sabyasachi
0 comments

Dev

আরও পড়ুন ঃভগবানপুরে করোনা জয় করে সুস্থ হয়ে বাড়ি ফিরল সদ্যোজাত শিশু

পত্রিকা প্রতিনিধি: ‘প্রিয় ফুল খেলিবার দিন নয় অদ্য / ধ্বংসের মুখোমুখি আমরা’ শিল্পী প্রতুল মুখোপাধ্যায়ের গানের লাইনগুলোই যেন স্মরণ করালেন ঘাটালের সাংসদ তথা অভিনেতা দীপক অধিকারী (দেব)। টানা বৃষ্টিতে ঘাটালের বেশকিছু এলাকা জলবন্দি।

পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের বন্যা পরিদর্শনে এসে ‘ঘাটাল মাস্টার প্ল্যান’ নিয়ে তৃণমূলের না বিজেপির গাফিলতি রয়েছে তা নিয়ে রাজনীতি না করে দুর্গত মানুষদের পাশে দাঁড়ানো নিয়ে সাংসদ দীপক অধিকারী বলেন, ‘এখন রাজনীতির সময় নয়, মানুষকে বাঁচানোর সময়। করোনায় কাজ হারিয়ে এবং বন্যায় জলমগ্ন মানুষজন খাবার পাচ্ছে না। অনেক সময় আছে বাংলাতে রাজনীতির জন্য।’ মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন ও ঘাটাল মহকুমা প্রশাসনের আধিকারিকদের সাথে নিয়ে কখনও নৌকায় চেপে, কখনও পায়ে হেঁটে বিভিন্ন এলাকা পরিদর্শন করলেন দেব।

নিজস্ব চিত্র

মনসুকা গ্রাম পঞ্চায়েত দপ্তরে প্রশাসনিক আধিকারিকদের সাথে নিয়ে বেশকিছু বন্যা দুর্গত পরিবারের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন। ঘাটালের মনসুকায় ঝুমি নদীর উপর বেশ কয়েকটি কাঠের পোল ভেঙে পড়ে, বন্ধ হয়ে যায় যাতায়াত, একাধিক গ্রাম জলমগ্ন হয়ে পড়ে। এইদিন সেইসব জায়গা পরিদর্শন করে দুর্গত মানুষদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। সাংসদ দেব বলেন, ‘বহুবার কেন্দ্রকে চিঠি দিয়েছি ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর করার জন্য। আজও হয়নি। এখন এক গ্রামের মানুষের সঙ্গে অন্য গ্রামের মানুষদের যোগাযোগের জন্য বন্যায় ভেঙে যাওয়া ব্রীজগুলি কিভাবে দ্রুত মেরামত করা যায় তা নিয়ে আলোচনা চলছে।’

Advertisement
Advertisement

দীর্ঘদিন ধরে ঘাটাল মাস্টার প্ল্যানের দাবি কেন্দ্র সরকারকে জানিয়েছেন বিভিন্ন সাংসদ। এর আগে কেন্দ্রে কংগ্রেস সরকার থাকার সময়ও এসইউসিআই দলের সাংসদ তরুণ মন্ডলও দাবি জানিয়েছিলেন। ডেপুটেশন, বিক্ষোভ কর্মসূচীও সংগঠিত করেছিল ঘাটালবাসী। তারপরও আজ পর্যন্ত বাস্তবায়িত হয়নি। প্রতিবছর বন্যায় দুর্ভোগ ভুগতে হচ্ছে তাদের। এদিকে ঘাটালের বিভিন্ন যায়গায় পোস্টার পড়েছে ‘তৃণমূলের উদাসীনতায় হয়নি ঘাটাল মাস্টার প্ল্যান’। এই পোস্টার এবিভিপির পক্ষ থেকে করা হয়েছে বলে অভিযোগ। দেব বলেন, ‘করোনা পরিস্থিতিতে চাকরি নেই, টাকা নেই, খাবার জোগার করতে হিমশিম মানুষ। তার উপর বন্যায় ঘরবাড়ি ভেঙে পড়ছে। আগে মানুষদের উদ্ধার করে খাবার পৌঁছে দিই তারপর কার গাফিলতি তা নিয়ে রাজনীতি হবে।’

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Dev

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.