পত্রিকা প্রতিনিধিঃ এরাজ্যের বিধানসভা নির্বাচনে বিজেপি’কে (Bjp) হারিয়ে তৃণমূলের(Trinamool) জয় হলেও একাধিক জায়গায় দেখা গিয়েছে তৃণমূলের(Trinamool) গোষ্ঠী কোন্দলের ছবি। কোথায় দলের কার্যকর্তাদের মধ্যে গন্ডগোল , কোথায় আবার পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে অনাস্থা । তবে এবার তার উল্টো ছবি ধরা পড়ল পূর্ব মেদিনীপুর (Purba Medinipur)জেলায়।
পটাশপুর(Patashpur) ২ ব্লকের আড়গোয়াল(Argoal)গ্ৰাম পঞ্চায়েত অফিসের সামনে দুর্নীতিগ্ৰস্ত প্রধানের অপসারণ চেয়ে সোমবার বিক্ষোভ দেখান স্থানীয় তৃণমূল(Trinamool) কর্মীরা। যা নিয়ে ইতিমধ্যে জেলার রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে। তবে বিধানসভা নির্বাচনে আগে দলবিরোধী কাজের অভিযোগে এই পঞ্চায়েতের উপ প্রধান অপরেশ সাঁতরা’কে(Aparesh Santra) দল থেকে বহিষ্কৃত করা হলেও তা মানতে নারাজ তিনি। তবে তার বহিষ্কারের এই ঘোষনার ঠিক ২৪ ঘন্টার মধ্যেই এক সাংবাদিক বৈঠক করে অপরেশ সাঁতরা জানান, এখন পর্যন্ত রাজ্য নেতৃত্বের কোনো লিখিত অভিযোগ বা বহিষ্কারের কথা বিজ্ঞপ্তি আকারে প্রকাশ হয়নি।
পটাশপুর(Pata shout)বিধায়ক(MLA) সহ দলের ব্লকস্তরীয় নেতাদের মৌখিক এই সিদ্ধান্তকে মানতে নারাজ অপরেশ সাঁতরা। তিনি আরও বলেন, এই গ্ৰাম পঞ্চায়েত এলাকায় নির্বাচন প্রক্কালে বিজেপির তান্ডবে একাধিক কর্মীদের বাড়িঘর ও তৃণমূলের(Trinamool) দলীয় পার্টি লুঠপাট হয়েছে। তবে সেই পরিস্থিতিতে ব্লক নেতৃত্বরা কেউই এই পঞ্চায়েত এলাকায় আসেনি ও কর্মীদেরও সহযোগিতা করেননি। তাছাড়া পঞ্চায়েতের প্রধানের আর্থিক দুর্নীতি প্রমাণ হয়ে গিয়েছে। যারা লোকসভা ও পঞ্চায়েত নির্বাচনে বিজেপির(Bjp) সঙ্গে যুক্ত ছিলেন এবং তৃণমূলের নেতাকর্মী হয়ে বিজেপির পক্ষে কাজ করছিলেন আর তাদের জন্যই শ্রীরামপুর পঞ্চায়েতে বিজেপি(Bjp) জয়লাভ করেছে।
প্রসঙ্গত, গত ২৭ শে জুন রবিবার পটাশপুর(Patashpur) ২ নং ব্লক তৃণমূল(Trinamool) কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে তৃণমূল(Trinamool) কংগ্রেস থেকে দল বিরোধী কাজ সহ বিজেপির(Bjp) সাথে যোগ থাকার অভিযোগ এনে তৃণমূল নেতা তথা আড়গোয়াল(Argoal)উপপ্রধান অপরেশ সাঁতরাকে ৫ বছরের জন্য বহিষ্কারের কথা মৌখিক ভাবে সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করা হয়। ঘোষণা করেন পটাশপুর ব্লক তৃণমূল সভাপতি মৃনাল কান্তি দাস। মৃনাল বাবু জানান , অপরেশ সাঁতরা দির্ঘদিন ধরে দল বিরোধী কাজের সঙ্গে যুক্ত ভোটের সময় দলের বিরুদ্ধেই কাজ করেছেন এবং আমাদের দলে থেকে বিজেপি দলকে সহযোগিতা করেছেন। তাই অপরেশ বাবুকে আমরা দল বিরোধী কাজের জন্য দল থেকে বহিস্কার করার আবেদন পাঠিয়ে ছিলাম জেলা নেতৃত্বের কাছে। সেখান থেকে তাঁরা সিদ্ধান্ত নেন অপরেশ সাঁতরাকে দল থেকে বহিষ্কার করার জন্য তৃণমূলের জেলা সভাপতি তথা মন্ত্রী সৌমেন মহাপাত্র আমাদের কাছে নির্দেশ পাঠান ।
তিনি আরও বলেন, অপরেশ সাঁতরা আড়গোয়াল গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান পদে রয়েছে। আগামী দিনে তাঁর বিরুদ্ধে আনাস্থা প্রস্তাব আনা হবে বলে জানানো হয় তৃণমূলের তরফে । আড়গোয়াল অঞ্চলের তৃণমূল কংগ্রেসের নতুন অঞ্চল সভাপতি ও সহ সভাপতির নাম ঘোষণা করা হয় নতুন সভাপতি হলেন হরিপদ জানা সহ সভাপতি হলেন নবকুমার পন্ডা। আর এই ঘটনার পর ওই গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে ক্ষোভ উগরে বিক্ষোভ দেখালো তৃণমূল কর্মীরা ।
অপরদিকে তৃণমূলের এই ঘটনাকে কটাক্ষ করে কাঁথি(Contai) সাংগঠনিক জেলা বিজেপির(Bjp)সভাপতি অনুপ চক্রবর্তী বলেন, এটা তৃণমূলের(Trinamool) গোষ্ঠী কোন্দল নয়। ওরা লেজুড় খোঁজে যাতে কেউ লেজুড় মনবৃত্তির পরিচয় দিয়ে কাঠমানি কালীঘাটে পাঠাতে পারে। ওরা একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট। যাদের শিরদাঁড়া সোজা , যারা মানুষের জন্য কাজ করে দল তাদের বাদ দিতে চায়। আবার নতুন কর্মীকে পদ দিতে চায় । তাছাড়া নতুন কর্মীকে পদ দিয়ে ওরা সাধারণ মানুষদের ঠকানোর পরিকল্পনা করে। তাই ওরা নতুন কর্মীকে পদ দিয়ে থাকেন। যাতে মানুষকে সুযোগ সুবিধার নাম করে ভালোভাবে ঠকানো যায়। তাছাড়া ওরা ঠকানোর রাজনীতি করেন।