Home » তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত দাসপুর,ঘটনায় গুরুতর আহত ৪

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত দাসপুর,ঘটনায় গুরুতর আহত ৪

by Biplabi Sabyasachi
0 comments

পত্রিকা প্রতিনিধি: তৃণমূল-বিজেপি সংঘর্ষ উত্তপ্ত দাসপুর,ঘটনায় গুরুতর আহত ৪ তৃনমূল কর্মী হাসপাতালে চিকিৎসাধীন। পরিস্থিতি আয়ত্তে আনতে ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী । ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার রাজনগর এলাকায় ।জানাযায় শনিবার সকাল থেকেই বিজেপির তৃণমূল সংঘর্ষ আর তাতেই তৃণমূলের ৮ কর্মী গুরুতর জখম বলে তৃণমূল সুত্রে খবর । তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে ঘাটাল হাসপাতাল। হাসপাতাল সূত্রে খবর এক জনের অবস্থা আশঙ্কাজনক। তৃণমূলের দাবি রাজনগর পশ্চিম গ্রামে পতাকা টাঙাতে গেলে এক দল বিজেপি কর্মী তাদের কর্মীদের উপর লাটি৷ দিয়ে আক্রমণ চালায়। অন্যদিকে বিজেপি এই অভিযোগ অস্বীকার করেছে। দুপুরেই ঘটনা স্থলে পৌঁছেছেন দাসপুর থানার পুলিশ কর্মী ও র‍্যপ। ঘটনায় মধ্যেই একজনকে আটক করা হয়েছে বলে পুলিশ সুত্রে খবর।যোদিও দাসপুর রাজনগর এলাকার বিজেপির মন্ডল সভাপতি সান্তনু বেরা জানান, কয়েকদিন ধরেই ১০০ দিনের কাজ নিয়ে তৃণমূল দলবাজি করছিল, বিজেপি কর্মীদের কাজ দেয়া হচ্ছিল না প্রতিবাদ করতে গেলে এলাকার সমস্ত বিজেপির পতাকা তৃণমূল কর্মীরা খুলে দেয় আর বাধা দিতে গেলে বিজেপি কর্মীদের মারধর করা হয়,ঘটনায় আহত হয়েছে আমাদেরও ৪ জন বিজেপি কর্মী । পরিস্থিতি সামাল দিতে এলাকায় রয়েছে পুলিশি টহল।

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.