Home » শালবনিতে ফের বাঘের দেখা ! আতঙ্কিত গ্রামবাসীরা

শালবনিতে ফের বাঘের দেখা ! আতঙ্কিত গ্রামবাসীরা

by Biplabi Sabyasachi
0 comments

aপত্রিকা প্রতিনিধি: ফের বাঘের আতঙ্ক দেখা দিলো শালবনির পায়রাচালি গ্রামে । গ্রামবাসীদের কেউ কেউ বাঘ দেখেছেন বলে তারা জানালেন । রবিবার সন্ধ্যায় গ্রামের পাসে জঙ্গলের রাস্তা ধরে সাইকেলে করে আসছিলেন ওই গ্রামের খগেন মাহাত । তার কথায় জঙ্গলের রাস্তা ধরে যাওয়ার সময় বাঘটিকে তিনি দেখতে পান । রাস্তা পেরিয়ে বাঘটি জঙ্গলে ঢুকে যায় । খগেন বাবু গ্রামে এসে ঘটনাটি সকলকে জানান । গ্রামের সকলে ওই জঙ্গলে এসে কিছু পায়ের ছাপ দেখতে পান । খবর দেওয়া হয় বনদফতরেও । সোমবার সকাল পর্যন্ত ঘটনাস্থলে বনদফতরের লোকজন আসেনি বলে জানালেন গ্রামবাসীরা । চাঁদড়ার বাগঘরা জঙ্গলে শিকারীদের হাতে খুন হয়েছিল একটি রয়েল বেঙ্গল টাইগার । ২০১৮ সালে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের জঙ্গলে বাঘ আসতে পারে সেটা প্রথমে কেউ বিশ্বাস করতে পারেনি ,কিন্তু পরবর্তী সময়ে বনদপ্তর এর পাতা সিসিটিভি ক্যামেরায় বাঘটিকে দেখতে পাওয়া যায় । শত চেষ্টা করেও জীবিতাবস্থায় বাঘটিকে ধরতে পারেনি বনদপ্তর । সেই সময় বাঘের আতঙ্কে ভয়ে জড়োসড়ো ছিলেন গ্রামবাসীরা । দুবছর পর ফের বাঘের আতঙ্ক দেখা দিলো শালবনির পায়রাচালি ,তিলাবনি প্রভৃতি এলাকায় । গ্রামবাসীরা চাইছেন বনদপ্তরের লোকজন এসে এর তদন্ত করুক । পিড়াকাটা বনাঞ্চলের আধিকারিক পাপন মহন্ত জানালেন গ্রামবাসীদের কাছ থেকে এই রকম একটি খবর পেয়েছি ,আমরা তদন্ত করে সব দিক খতিয়ে দেখছি । পাশাপাশি তিনি এও জানালেন জঙ্গল লাগোয়া গ্রামের লোকজন এর আগে হুড়াল বা শিয়াল দেখে বাঘ ভেবে ভয় পেয়েছিলেন ,পরবর্তী সময়ে তাদের ভ্রম দূর হয় । শালবনির পায়রাচালির ঘটনাটাও আমরা তদন্ত করে দেখছি ।

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.