0
পত্রিকা প্রতিনিধিঃ বাজ পড়ে খড়ের ছাউনির বাড়ি পুড়ল গুড়্গুড়িপাল থানার শ্যালিকা গ্রামে। ঘটনাটি ঘটেছে বুধবার গভীর রাতে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃষটির সঙ্গে ঘন ঘন বাজ পড়ছিল। তখন কানু দোলই-এর বাড়িতে বাজ পড়ে। তাতে আগুন লেগে যায়। স্থানীয়রা জল দিয়ে আগুন নেভান। ততক্ষণে পুরো বাড়ি প্রায় পুড়ে গিয়েছে। কানুবাবু জানিয়েছেন, বাড়িতে থাকার ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাঙ্কের পাশবই, সাত হাজার টাকা সব প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে গিয়েছে।