Thief caught
আরও পড়ুন ঃ–চাকরি না দিলে স্বেচ্ছামৃত্যুর হুমকি, মেদিনীপুর শহরে শিক্ষা সংসদের সামনে বিক্ষোভ টেট পাশ চাকরি প্রার্থীদের
পত্রিকা প্রতিনিধি: এলাকায় দিন দিন বেড়েই চলেছিল চুরির ঘটনা (Theft)। অভিযোগ পুলিশ প্রশাসনকে জানিয়েও রোখা যায়নি চুরি। এলাকাবাসী তাই চুরি আটকাতেই সজাগ ছিল। অবশেষে এলাকাবাসীদের হাতেই ধরা পড়ল দুই চোর।ঘটনাটি ঘটেছে মেদিনীপুর শহর (Medinipur) সংলগ্ন গান্ধীঘাটে (Gandhighat) ।
আরও পড়ুন ঃ–উচ্চমাধ্যমিকে শিক্ষার্থীরা আশানুরুপ নম্বর না পাওয়ায় মেদিনীপুর শহরের দুই স্কুলে বিক্ষোভ অভিভাবকদের
মেদিনীপুর শহরের গান্ধীঘাটের এক পরিত্যক্ত ভাটা থেকে বেশ কিছু লোহার সামগ্রী খোয়া যায় রবিবার। খবর জানাজানি হতে স্থানীয়রাই খুঁজে বার করল দুই চোরকে। একইসাথে সোমবার উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া যাবতীয় সামগ্রী। সুত্রের খবর, চোরাই মালগুলি মেদিনীপুরে হোসনাবাদের এক ব্যক্তি কেনেন।
অন্যদিকে ধৃত দুই সন্দেহভাজন চোর সেক ঝানু (Sk. Jhanu) ও সেক কামালকে (Sk. Kamal) পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা। খবর ছড়িয়ে পড়তেই এলাকার মানুষ ভিড় জমায়। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যক্তি জানান, এলাকায় এক ব্যবসায়ীর সিসিক্যামেরার ফুটেজ (CCTV Footage) দেখেই চুরি যাওয়া জিনিসপত্র ও চোরকে চিহ্নিত করা হয়েছিল।পরে স্থানীয় মানুষের সহযোগিতায় তাদের খুঁজে বের করা হয়
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Thief caught
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore