Home » বাড়ছে আক্রান্তের থেকে সুস্থতার হার, পূর্ব-পশ্চিম মেদিনীপুর সহ জঙ্গলমহলে একদিনেই আক্রান্ত ১৫২৪ , সু্স্থ ১৬২৪ , মৃত ৪

বাড়ছে আক্রান্তের থেকে সুস্থতার হার, পূর্ব-পশ্চিম মেদিনীপুর সহ জঙ্গলমহলে একদিনেই আক্রান্ত ১৫২৪ , সু্স্থ ১৬২৪ , মৃত ৪

by Biplabi Sabyasachi
0 comments

Growing covid

আরও পড়ুন ঃ-কাঁথিতে শুভেন্দু অধিকারীর বাড়ি ঘেরাও করার হুঁশিয়ারি তৃণমূলের

পত্রিকা প্রতিনিধিঃ করোনা অতিমারীর দ্বিতীয় ঢেউয়ে এই দেশ ও পশ্চিমবঙ্গকে আবার আতঙ্কিত করতে শুরু করেছে। প্রতিদিন লক্ষাধিক মানুষ এই রোগে আক্রান্ত হচ্ছে। পশ্চিমবঙ্গের চিত্রটিও ভয়ঙ্কর।
আর এমতাবস্থায় গত ২৪ ঘন্টায় দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে নতুন করে করোনা আক্রান্ত হলেন ১৫২৪ জন। এরমধ্যে পশ্চিম মেদিনীপুর জেলায় ৯৫২ , পূর্ব মেদিনীপুর জেলায় ৪০৬ ও ঝাড়গ্রামে ১৬৬ জন । পাশাপাশি এই ৩ জেলায় সুস্থ হয়েছে ১৬২৪ জন অপরদিকে পূর্ব- পশ্চিম মেদিনীপুর জেলায় মৃত্যু হয়েছে ৪ জনের বলে রাজ‍্য স্বাস্থ্য দপ্তরের বুলেটিন সূত্রে জানা যাচ্ছে।

তাই প্রশাসনের পক্ষ থেকে আবার গত বছরের মতো সমস্ত রকমের সতর্কতা গ্রহণ করা হচ্ছে যাতে মানুষকে এই মহামারীর কবল থেকে বাঁচানো যায়।তবে ইতিমধ্যে করোনা মহামারী রুখতে রাজ‍্য সরকারের নির্দেশ মতো শুরু হয়েছে লকডাউন।আর সেই লকডাউন অমান্য কারীদের চিহ্নিত করে ইতিমধ্যে দুই মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার বিভিন্ন থানার পুলিশের পক্ষ থেকে ধড়পাকড় শুরু হয়েছে। তবে এই লকডাউন কতটা করোনা মহামারী রুখতে পারে সেটাই এখন দেখার।

তবে এবিষয়ে স্বাস্থ্যকর্তারা বলেছেন যে, করোনার ভাইরাসের সংক্রমণের দ্বিতীয় তরঙ্গ আরও অনেক বেশি ছড়িয়ে পড়েছে। জনসংখ্যার একটি বড় অংশ ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবা বেশি। মনে করা হচ্ছে যে এই মহামারীটি এবার সেই সমস্ত জেলাগুলিতেও প্রভাব ফেলবে যা প্রথম তরঙ্গ ছুঁতে পারেনি। তবে চিকিৎসকদের একাংশের কথায় এই করোনা দ্বিতীয় ঢেউয়ে শিশু – কিশোরদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Growing covid

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.