Home » রয়েল বেঙ্গল টাইগারের মৃত্যু দিবসে নীরবতা পালন বনদপ্তরের

রয়েল বেঙ্গল টাইগারের মৃত্যু দিবসে নীরবতা পালন বনদপ্তরের

by Biplabi Sabyasachi
0 comments

পত্রিকা প্রতিনিধিঃ বাংলার বাঘের মৃত্যুর ঘটনায় এবার নড়েচড়ে বসল প্রশাসন। ঠিক আজকের দিনে ৩ বছর আগে ১৩ই এপ্রিল ২০১৮ সালে মেদিনীপুর সদর ব্লকের বাঘঘোরা জঙ্গলে আদিবাসীদের শিকার উৎসবে আদিবাসীদের শিকার হল একটি রয়েল বেঙ্গল টাইগার।

আর সেই ঘটনার ফের ৩ বছর পর আদিবাসীদের শিকার উৎসবে বন্য প্রাণী হত্যা রুখতে ও আদিবাসীদের সচেতন করতে বাঘঘোরা জঙ্গলে গিয়ে ১ মিনিট নিরবতা পালন করেন বন দফতরের আধিকারিক ও কর্মীরা।
প্রসঙ্গত , গত ১৩ এপ্রিল মেদিনীপুর সদর ব্লকের বাঘঘোরার জঙ্গলে একটি পূর্ণবয়স্ক রয়েল বেঙ্গল টাইগারকে পিটিয়ে মারা হয় বলে অভিযোগ।

শিকার উৎসবে যাওয়া গ্রামবাসীদের বাঘটি আক্রমণ করে। তখন তারা তীর ছুঁড়ে, বল্লম দিয়ে খুঁচিয়ে বাঘটিকে মারে। এই ঘটনায় আঙুল উঠেছিল আদিবাসীদের দিকেই। শিকার উৎসব পালন করতে গিয়েই বাঘটিকে আদিবাসীরা হত্যা করেছে বলে সন্দেহ। যে ঘটনার নিন্দায় সরব হয়েছিল সব মহল।

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.