Covid awareness
আরও পড়ুন ঃ-ভগবানপুরে ঈদের নামে তারস্বরে বাজছে মাইক-বক্স, সরঞ্জাম বাজেয়াপ্ত করল পুলিশ
পত্রিকা প্রতিনিধিঃ তৃতীয়বারের জন্য এরাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহনের পরেই মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষনা করেছিলেন করোনা প্রথম প্রায়োরিটি। আর সে অনুযায়ী করোনা রোধ নিয়ে প্রথম মিটিংও করেছিলেন তিনি ।
তাই ঝাড়্গ্রাম জেলার গোপীবল্লভপুর বিধানসভার বিধায়ক ডাঃ খগেন্দ্রনাথ মাহাতও তাঁর পথ অনুসরন করলেন। বিধায়ক হয়ে প্রথম কাজ শুরু করলেন করোনা ‘কে কেন্দ্র করে।
বুধবার সাকরাইল ব্লকের তুঙ্গাধোয়া গ্রামে সাতসকালে বাড়ির দরজায় পৌঁছে গেলেন ডাক্তার বিধায়ক। এরপর মানুষ জন’কে করোনা নিয়ে সচেতনতার বার্তা দিলেন তিনি। পাশাপাশি করোনা রোধের কিট তুলে দিলেন গ্রামবাসীদের।
তবে ডাক্তার থাকাকালীন নিয়ম করে এই কাজ করতেন তিনি। তবে এবার ডাক্তারের পাশাপাশি বিধায়ক হয়েও সেই পরিচিত ফিল্ডেই আবারও কাজ শুরু করলেন। তাছাড়া এদিন করোনা নিয়ে গ্রামের প্রতিটা মানুষকে ভালো করে বোঝালেন কি করা উচিৎ কি করা উচিৎ নয়। তার পর স্যানিটাইজার, সাবান, মাস্ক সহ করোনা কিটের একটি ব্যাগ হাতে তুলে দেন।
তবে ডাক্তার বাবুকে এভাবে কাছে পেয়ে খুশি এলাকাবাসী। এদিন তিনি জনান, তার বিধানসভা এলাকার প্রতিটা বুথে তিনি যাবেন এবং মানুষের পাশে গিয়ে থাকবেন।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Covid awareness
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore