পত্রিকা প্রতিনিধি: দক্ষিণ আফ্রিকা থেকে কফিন বন্দি মৃতদেহ এলো হলদিয়ায়। জানা যায়, বেশ কয়েকদিন আগে আফ্রিকার সেনেগাল থেকে ভারতে মৃতদেহ ফেরানোর জন্য আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দারস্থ হয়েছিল সুতাহাটার থানার বিজয়রামপুর গ্ৰামের এক পরিযায়ী শ্রমিকের পরিবার।
সূত্রের খবর মৃতের নাম সৈয়দ সাবির আলি ।বয়স-২৩। গুজরাটের একটি বেসরকারি কারখানায় কাজ করতেন।পরে স্থানান্তরিত হয়ে মাস তিনেক আগেই আফ্রিকার সেনেগালে একটি অটোমোবাইল সংস্থার কাজে যুক্ত হন বছর তেইশের ওই যুবক।গত ১০ জুন রাত এগারোটা নাগাদ পথ দূর্ঘটনায় মারা যায় সাবির।খবর দেওয়া হয় পরিবারের সদস্যদের।অর্থ সঙ্কটের জেরে ভাইয়ের দেহ ভারতে আনতে পারছে না বলে জানায় মৃত সাবিরের দাদা।সেজন্য মুখ্যমন্ত্রীর কাছে দারস্থ হয়েছিল পরিবারের সদস্যরা।মৃতদেহ ফেরাতে সরকারের তরফে উদ্যোগ নেওয়া হয়।
দশদিনের মাথায় কফিনবন্দি দেহ আফ্রিকা থেকে কলকাতায় পৌঁচ্ছায়। সোমবার বিকাল নাগাদ কলকাতা থেকে সুতাহাটায় নিজের বাড়িতে এসেছে মৃতদেহ।দেহ ফিরে পেয়ে কান্নায় ভেঙে পড়ে মৃতের পরিবারের সদস্যরা
ওই তরুণ যুবকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকাজুড়ে।