2
পত্রিকা প্রতিনিধিঃ ভোররাতে ভয়াবহ আগুনে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল এলাকায়। উল্লেখ্য ,মঙ্গলবার ভোর চারটে নাগাদ হঠাৎ মহিষাদলের ঘুগনি পট্টি এলাকার একটি মিষ্টির গোডাউনে আগুন দেখতে পান স্থানীয় মানুষজন।এরপর স্থানীয় মানুষজন আগুন নিয়ন্ত্রণে আনার কাজে হাত লাগান।
তবে এই ঘটনায় ক্রমশ আগুন বিস্তার লাভ করে পাশের একটি দোকানেও আগুন ছড়িয়ে পড়ে। এরপর ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। বেশ কয়েক হাজার টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীদের দাবি।
তবে কিভাবে এই দোকানে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। শট সার্কিটের কারণে এই ভয়াবহ অগ্নিকাণ্ড বলে প্রাথমিক অনুমান পুলিশের।