Home » Teacher’s Assault : মেদিনীপুর থেকে কসবা পুলিশের লাথি পড়ুয়া ও শিক্ষকদের, কোতয়ালী থানায় বিক্ষোভ

Teacher’s Assault : মেদিনীপুর থেকে কসবা পুলিশের লাথি পড়ুয়া ও শিক্ষকদের, কোতয়ালী থানায় বিক্ষোভ

by Biplabi Sabyasachi
0 comments

বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : গত ৩ মার্চ ছাত্র ধর্মঘটের দিন মেদিনীপুর কলেজ ও বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত পড়ুয়াদের লাথি মারতে দেখা গিয়েছিল পুলিশকে। ঠিক একই ভাবে দেখা গেল এবার শিক্ষকদের ক্ষেত্রে। সুপ্রিম কোর্টের রায়ে প্রায় ২৬০০০ শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছে। তারপরই ওই সমস্ত শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা পথে নামেন আন্দোলনে। এসএসসি এবং সরকারের কাছে দাবি জানাই যোগ্য ও অযোগ্য তালিকা তৈরি করার।

আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ

ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন :

For WhatsApp Group : Click Here

2/4 সেই দাবিতে রাজ্যজুড়ে বুধবার (৯ এপ্রিল) জেলার ডিআই অফিসগুলিতে বিক্ষোভ কর্মসূচি নেয়। কসবা ডিআই অফিসে বিক্ষোভ চলাকালীন পুলিশকে লাঠিচার্জ, এমনকি লাথি মারতে দেখা গিয়েছে। যা নিয়ে রাজ্য জুড়ে পুলিশের ভূমিকায় প্রশ্ন তুলছেন মানুষজন। ওই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার রাজ্যের থানাগুলিতে বিক্ষোভের ডাক দেয় এসইউসিআই।

3/4 এদিন দুপুরে মিছিল করে কোতয়ালী থানায় সামনে গিয়ে বিক্ষোভ দেখান এসইউসিআই দলের কর্মী সমর্থকরা। উপস্থিত ছিলেন দেবাশিস আইচ, মঙ্গল নায়ক, অনিন্দিতা জানা প্রমুখ। সংগঠনের জেলা কমিটির সদস্য অনিন্দিতা জানা বলেন, “ছাত্র ধর্মঘটের দিনেও আমরা পড়ুয়াদের লাথি মারতে দেখেছি পুলিশকে। একই ঘটনা কসবাতে‌। শিক্ষককে লাথি মারছে পুলিশ। যোগ্য-অযোগ্য বাছাই না করতে পারায় চাকরি হারিয়েছেন প্রায় ২৬০০০ শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী। যার ফলে ক্ষোভে তারা ফেটে পড়েছেন। মুখ্যমন্ত্রীর সঙ্গেও নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বৈঠক করেছেন। অথচ মুখ্যমন্ত্রী যোগ্য এবং অযোগ্য উভয়ের পক্ষে। যোগ্যদের কাছে অমানবিক আবেদন রেখেছেন মুখ্যমন্ত্রী। বলেছেন, আপনারা স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করুন। কিন্তু তারা স্বেচ্ছাশ্রম না দিয়ে রাজ্যজুড়ে বিক্ষোভে ফেটে পড়েন। কসবা ডিআই অফিসে বিক্ষোভ দেখানোর সময় পুলিশ লাথি এবং লাঠি মারে শিক্ষকদের। নির্বিচারে অত্যাচার চালায়। আমরা দাবি জানাচ্ছি, অবিলম্বে ওই পুলিশ অফিসারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে। যোগ্য শিক্ষকদের আন্দোলনে আমাদের পূর্ণ সমর্থন রয়েছে।”

4/4 পাশাপাশি যোগ্য শিক্ষকদের চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে মেদিনীপুর শহরে মিছিল সংগ্রামী যৌথ মঞ্চের। কলেজ রোড থেকে মিছিল করে জেলাশাসক দপ্তরে গিয়ে বিক্ষোভ দেখান তারা। তাদের দাবি, “এই সরকারের দুর্নীতি এবং এসএসসি’র অপদার্থতার জন্য যোগ্য ও অযোগ্য তালিকা না করার কারণে পুরো প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট। শিক্ষকরা জানিয়েছেন অস্থায়ীভাবে চাকরি করবেন না। তারা আন্দোলন জারি রেখেছেন। টেবিলের তলায় যে পুলিশ লুকিয়ে পড়ে, সেই পুলিশ নখ দাঁত বের করে শিক্ষকদের উপর ঝাঁপিয়ে পড়ল কসবাতে। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি।”

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Medinipur Protest

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper

You may also like

Leave a Comment

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.