Bengal election result
আরও পড়ুন ঃ–দ্বিতীয় রাউন্ডের শেষে মেদিনীপুর সদরে এগিয়ে জুন মালিয়া, পিছিয়ে বিজেপি প্রার্থী
পত্রিকা প্রতিনিধিঃ নন্দীগ্রাম তুমি কার?’ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের না বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর। অর্থাৎ, কে দখল করবে এই আসন। তার দিকেই তাকিয়ে রাজ্যবাসী। এখানে কে জয়লাভ করতে চলেছে, তা নিয়ে রাজনৈতিক নেতাকর্মী থেকে শুরু করে অনেকের মধ্যে চ্যালেঞ্জ শুরু হয়েছে। ইতিমধ্যেই গণনা পর্ব শুরু হয়ে গিয়েছে। আর প্রথম ও দ্বিতীয় পর্বের গণনা শেষে নন্দীগ্রামে তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পেছনে ফেলে অনেকটাই এগিয়ে গেলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।
সূত্রে জানা যাচ্ছে , প্রথমে ১৪৯৭, দ্বিতীয় ৩৪০০ ও তৃতীয় পর্যায়ে ৪৫৫৭ ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে পেছনে ফেলে এগিয়ে গিয়েছেন বিজেপি প্রার্থী। স্বাভাবিক ভাবেই নন্দীগ্রাম নিয়ে যখন দুই পক্ষের আশা তুঙ্গে, তখন প্রথম ও দ্বিতীয় রাউন্ড শেষে এই ফলাফল তৃণমূলকে যে কিছুটা হলেও চাপের মুখে ফেলে দিল, তা বলার অপেক্ষা রাখে না। গত ১০ বছরেরও বেশি সময় ধরে তৃণমূল সু্প্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হয়ে নন্দীগ্রামে ছিলেন শুভেন্দু অধিকারী। তিনিই এবার বিজেপিতে যোগ দিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন একদা তাঁর দলনেত্রী মমতা বন্দোপাধ্যায়কে৷ সেই চ্যালেঞ্জ গ্রহণ করে পালটা হুংকারও ছেড়েছেন মমতা৷ ভবানীপুর ছেড়ে নন্দীগ্রামে লড়ার সিদ্ধান্ত নিয়ে নিজের আত্মবিশ্বাসকেই প্রাধান্য দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। প্রার্থী তালিকা প্রকাশের পর নন্দীগ্রামে পৌঁছে যান মমতা৷
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Bengal election result
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore