Home » শুভেন্দু -র পদত্যাগ নিয়ে শাসক দলের অন্দরমহলে জল্পনা তুঙ্গে, লাভ ক্ষতির হিসাব – নিকাশ বিজেপির

শুভেন্দু -র পদত্যাগ নিয়ে শাসক দলের অন্দরমহলে জল্পনা তুঙ্গে, লাভ ক্ষতির হিসাব – নিকাশ বিজেপির

by Biplabi Sabyasachi
0 comments

পত্রিকা প্রতিনিধি: প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারী র মন্ত্রিত্ব পদ থেকে ইস্তফা দলের বর্ষীয়ান নেতৃত্ব মহলে চাঞ্চল্যকর প্রভাব ফেলেছে। পশ্চিম মেদিনপুরের জেলা তৃণমূলের সম্পাদক তথা ডেবরা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাদক্ষ আলোক আচার্য ২০২১ এর বিধানসভা ভোট নিয়ে সংশয় প্রকাশ করে বলেন, পরিকাঠামো গত পরিবর্তন না হলে আগামী বিধানসভা ভোট বিপর্যয়ের মুখে পড়তে পারে শাসকদল। দাপুটে এই নেতা, তৃণমূল কংগ্রেসের পুরনো নেতৃত্ব মহল ও ওনাদের মর্যাদা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন, কোনো রাজনৈতিক বৈঠকে তিনি যোগ দেবেন না। Suvendu Adhikari Resignation from minister, BJP, TMC, Mamata banerjee, Suvendu, Suvendu

কেবল প্রথা মেনে এবার ‍ঐতিহ্যের পঁচেটগড় রাস-উৎসব


suvendu Adhikari, TMC, Mamata Banerjee, Debra Tmc
শুভেন্দু -র পদত্যাগ নিয়ে শাসক দলের অন্দরমহলে জল্পনা তুঙ্গে, লাভ ক্ষতির হিসাব – নিকাশ বিজেপির

রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে উনি দাবি করেন, এখন রাস্তা দিয়ে জনপ্রতিনিধিরা হেঁটে গেলে মানুষ থুতু ফেলে। অল্পদিন রাজনীতি করেই বিধায়ক হয়েছেন সেলিমা খাতুন। সেখানে দলের পুরকর্মীরা মর্যাদা পায়নি বলেও অভিযোগ করেন তিনি। এভাবে চলতে থাকলে ২০২১ এর বিধানসভা নির্বাচনে ডেবরায় তৃণমূলের হার অবশ্যম্ভাবী বলেও দাবি করেন তিনি। শুভেন্দু প্রসঙ্গেও বিস্ফোরক অলোক আচার্য। শুভেন্দুর সঙ্গে দলের সম্পর্ক বড় ক্ষতি করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। তাঁর দাবি, শুভেন্দু অধিকারী দলের বড় সম্পদ। দলত্যাগ করে শুভেন্দু বিজেপিতে গেলেন রাজনৈতিকভাবে শক্তিশালী হবে বিজেপি, পিছিয়ে পড়বে তৃণমূল।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.