Shuvendu is an agent of BJP
আরও পড়ুন ঃ-ফের উত্তপ্ত খেজুরী , বিজেপি কর্মীর বাড়ি লক্ষ্য করে ভাঙচুর ও বোমাবাজি
পত্রিকা প্রতিনিধি: শিল্প শহর হলদিয়া বিভিন্ন কারখানার গেটে শুভেন্দু অধিকারীর কাটাউট ব্যানার তৃণমূল কর্মীরা যেমন সরিয়ে দিয়েছেন ক্ষোভে। তিনি বলেন শুভেন্দু অধিকারী নিজেই স্বীকার করেছেন অমিত শাহ সঙ্গে তার দীর্ঘদিনের পরিচয়। একজন মন্ত্রী ভিন্ন দলের রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে কিসের সম্পর্ক এতদিন ছিল তা তিনি বলেছেন। হলদিয়ার মানুষ হাফছেড়ে বেঁচেছেন। এলাকার শ্রমিকরা তারা আনন্দ পেয়েছেন। তাদের যথাযথ মজুরি কাটিং হয় কাঁথি চলে যেত উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান হয়ে জেলার বিভিন্ন এলাকা কে যুক্ত করে হলদিয়ার উন্নয়নের টাকা বিভিন্ন জায়গায় আত্মসাৎ করেছেন। তাই হলদিয়ার মানুষ শান্তি পেয়েছেন ।গত বিধানসভা নির্বাচনে সিপিআইএম প্রার্থী কে জয় লাভ করা অন্যতম ভূমিকা ছিল শুভেন্দুর এখন তা পরিষ্কার। সকলেই জানতে পেরেছেন হলদিয়া একজন মীরজাফর ছিলেন।
উনার এবং উনার পরিবারকেই তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি দেয়নি! দলের পক্ষ থেকে যথাযথ সম্মান দেওয়া হয়েছে কিন্তু উনি তৃণমূল কংগ্রেসের সাথে মীরজাফরের মত কাজ করেছেন ।গুরুত্বপূর্ণ মন্ত্রী বিভিন্ন জায়গায় চেয়ারম্যান সব ৩২ টি পদের অধিকারী ছিলেন।হলদিয়া প্রত্যেকটি গেটে আমরা দলের কর্মী বাছাইয়ের কাজ শুরু করেছি। যারা একসময় তৃণমূল করত উনার জন্যই বিজেপিতে চলে গিয়েছিল তারাই এখন তৃণমূলে আসার জন্য লাইন দিচ্ছেন। আমরা পার্টির পক্ষ থেকে কর্মী চিহ্নিত করার কাজ চলছে। তিনি এও বলেন আমাকে নিয়ে প্রশ্ন করছেন। আমার বাবা বিজেপিতে যোগদান করেছেন আমি তৃণমূলের সভাপতি। আমার বাবা একজন ব্যবসায়ী ।
গত ১০ বছর সিপিআই(এম )কাউন্সিলর ছিলেন ।তিনি তৃণমূলের সমর্থক ছিলেন নেতৃত্ব ছিলেন না। কিন্তু শুভেন্দু অধিকারীর ভাই সাংসদ, বাবা ও সাংসদ, আরেক ভাই পৌরসভার চেয়ারম্যান, উনার ভাতৃ বধু কাউন্সিলর। উনার পরিবারের সকল কে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যথাযথ সম্মান দিয়েছেন। সেই সম্মানের অপব্যবহার করলেন উনি। উনার ভাই এলাকার সংসদ দলীয় কর্মসূচিতে থাকেন না। আমরা সন্দেহ করছি উনি আমাদের দলে আছেন কিনা উনাকে প্রমাণ দেখাতে হবে দলীয় কর্মসূচিতে থেকে।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Shuvendu is an agent of BJP
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore