পত্রিকা প্রতিনিধিঃ কেন্দ্রীয় কৃষি ও বিদ্যুৎ আইন বাতিল দাবিতে বিক্ষোভ দেখাল এসইউসিআই দলের কৃষক সংগঠন এআইকেকেএমএস। মঙ্গলবার এক মিছিল মাধ্যমে পশ্চিম মেদিনীপুর জেলার বনপুরা গ্রাম পঞ্চায়েত অফিসে ডেপুটেশন দেয়। এদিনের মিছিল ও ডেপুটেশনে ছিলেন সংগঠনের জেলা সম্পাদক প্রভঞ্জন জানা, পঞ্চায়েত সদস্য বঙ্কিম মুর্মু প্রমুখ। এদিন প্রভঞ্জন বাবু জানান, সরকারী ভাবে আড়াই হাজার টাকা কুইন্ট্যাল দরে ধান কেনা, জবকার্ড হোল্ডারদের ২০০ দিন কাজ ও ৩০০ টাকা মজুরি, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা এবং বাংলার আবাস যোজনায় গরিবদের বাড়ি দেওয়ার দাবি জানিয়ে জেলার বিভিন্ন অঞ্চল অফিসগুলিতে বিক্ষোভ কর্মসূচী হয়েছে। অন্যদিকে রাজ্যে বিধানপরিষদ গঠনের বিরোধিতা করে পথে নামল এসইউসিআই (কমিউনিস্ট)। পাশাপাশি এদিন বেলদাতে এই সংগঠনের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়। বিধান পরিষদ গঠনের বিরোধিতা ও মিথ্যা মামলায় সমস্ত রাজনৈতিক সামাজিক বন্দীদের নিঃশর্তে মুক্তির দাবি জানিয়ে এই মিছিল বলে জানা যায়।
1