Home » ২ কেন্দ্রীয় মন্ত্রীর সাথে হলদিয়ায় মনোনয়নপত্র পেশ করল শুভেন্দু

২ কেন্দ্রীয় মন্ত্রীর সাথে হলদিয়ায় মনোনয়নপত্র পেশ করল শুভেন্দু

by Biplabi Sabyasachi
0 comments

পত্রিকা প্রতিনিধিঃ এরাজ্যের ২৯৪টি বিধানসভা আসনের মধ্যে এখন হাইভোল্টেজ লড়াই নন্দীগ্রাম বিধানসভা। আর যেখানে তৃণমূলের প্রতিদ্বন্দ্বিতা করছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক তার উল্টো দিকে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন শুভেন্দু অধিকারী। তবে ইতিমধ্যেই হলদিয়ায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তার মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এরপর আজ, শুক্রবার নন্দীগ্রামের সোনাচূড়ায় সিংবাহিনী ও জাঙ্কীনাথ মন্দিরে পুজো দিয়ে শহীদতে মালযদান করে শহীদ পরিবারের সাথে কথা বলেন। এরপর জানকীনাথ মন্দিরে শুভেন্দু অধিকারীর জন্য একটি যজ্ঞের আয়োজন করা হয়েছিল। ওই যজ্ঞে শুভেন্দু অধিকারী অংশগ্রহণ করেন।

এরপর মঞ্জুশ্রীতে সভা করেন তিনি। হলদিয়ায় ক্ষুদিরাম মোড় থেকে শুরু শুভেন্দু অধিকারীর রোড শো। মহকুমা শাসকের দফতর পর্যন্ত রোড শো হয়। সেই রোড শোতে তার সাথে উপস্থিত ছিলেন ২ কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি এবং ধর্মেন্দ্র প্রধান। এরপর হলদিয়া মহকুমা শাসকের দফতরে মনোনয়নপত্র পেশ করেন শুভেন্দু। সব মিলিয়ে রাজ্য রাজনীতির মধ্যে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র এখন হাই ভোল্টেজের লড়াই এটাই মনে করছে সারা রাজ্য থেকে সারা দেশের রাজনৈতিক পর্যবেক্ষকরা। বিজেপি সূত্রে খবর, ১৫ এবং ১৯ মার্চ পর পর দু’টি বাংলা সফর হতে পারে অমিতের। তার মধ্যেই একদিন নন্দীগ্রামে তার সমাবেশ করার পরিকল্পনা করেছে বিজেপি। আর সেটা হবে একেবারে নন্দীগ্রামের ভিতরে কোনও মাঠে। পাশাপাশি নন্দীগ্রামের জন্য প্রচারে আসতে পারেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এখনও পর্যন্ত যা ঠিক আছে, তাতে যোগীর সমাবেশ হবে তেখালির মাঠে। তবে মোদি-শাহর থেকেও যোগীর সমাবেশ নিয়ে বেশি উত্‍সাহ বিজেপি-র। বুধবার সেটা বুঝিয়ে দিয়েছেন শুভেন্দুও।

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.