পত্রিকা প্রতিনিধি: কোনোরকম অনুমতি ছাড়াই শুটিং চলল পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড়ের পথসাথীতে।খবর পাননি পুলিশ প্রশাসন থেকে শুরু করে বিডিও পর্যন্ত কেউই। শুটিং শুরু হলেই এলাকাবাসীরা জানতে পেরে বিক্ষোভ দেখান। খবর পেয়েই ঘটনাস্থলে হাজির হন নারায়ণগড় থানার পুলিশ।জানা যায় এই শুটিং কোন সিনেমা বা সিরিয়ালের নয়।হাওড়া থেকে আশা জন কুড়ি – পঁচিশের একটি টিমের ইউটিউব ব্লগের শুটিং। এলাকাবাসীর অভিযোগ , করোনা সংক্রমণ রোধে রাজ্য সরকারের কোনরকম সামাজিক নিয়মের চিহ্নই ছিল না। রেড জোন হাওড়া করোনা সংক্রমিত এলাকা, সেখান থেকে এসে কিভাবে শুটিং চালাচ্ছে এই লোকেরা? আর ওই শুটিং দেখতে ভিড় জমান এলাকাবাসী। নারায়ণগড়ের বিডিও বিশ্বজিত্ ঘোষ জানান-‘বিষয়টা আমার জানা ছিলনা।এলাকাবাসী কেউ একজন আমাকে ফোন করেছিলেন আমি তত্ক্ষণাত্ নারায়ণগড় থানাকে জানিয়েছি।বর্তমান শুটিং বন্ধ রয়েছে এবং প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে’।
0