Home » নিম্নচাপের জেরে বৃষ্টিতে উত্তাল সমুদ্র, জলোচ্ছ্বাস দিঘার সমুদ্রে

নিম্নচাপের জেরে বৃষ্টিতে উত্তাল সমুদ্র, জলোচ্ছ্বাস দিঘার সমুদ্রে

by Biplabi Sabyasachi
0 comments

পত্রিক‍া প্রতিনিধি: গভীর নিম্নচাপের জেরে বৃহস্পতিবার সকাল থেকেই দিঘার সমুদ্র সৈকত ব্যাপক জলোচ্ছ্বাস শুরু হয়। ঢেউ গার্ড ওয়াল টপকে মেরিন ড্রাইভে আছড়ে পড়ছে। সেই জল ঢুকে পড়ছে সমুদ্র সংলগ্ন রাস্তা, পার্ক এবং বাজারেও।জলোচ্ছ্বাসের খবর পেয়ে তা উপভোগ করতে আগেভাগেই দিঘায় ভিড় জমিয়েছিলেন অনেকেই। তবে প্রবল জলোচ্ছ্বাসে যাতে অপ্রীতিকর ঘটনা এড়াতে বিপর্যয় মোকাবিলা বাহিনী, নুলিয়া, পুলিশের কড়া নজরদারি চলছে সমুদ্র সৈকতে। ওয়াচ টাওয়ার  থেকেও নজরদারি চলছে যাতে করে কোনও পর্যটক সমুদ্রে নেমে পড়তে না পারেন।

তবে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে আগামী ২৫শে আগষ্ট মঙ্গলবার পযর্ন্ত কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গেই ভারী থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। উপকূলবর্তী এলাকাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর। আগামী ২৪ ঘণ্টা এই দুর্যোগ চলবে বলে উপকূলের ব্লক আধিকারিকদের জানানো হয়েছে। তবে ইতিমধ্যে সকাল থেকেই অঝোরে বৃষ্টি হচ্ছে দুই মেদিনীপুরেই। দোসর ঝোড়ো হাওয়া। তারই জেরে ফুঁসে উঠেছে সমুদ্র।

ইতিমধ্যে মৎস্যজীবীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে প্রশাসন।এমনিতেই গত কয়েকদিন ধরেই বঙ্গোপসাগরের উপরে তৈরি হওয়া একটি গভীর নিম্নচাপের জেরে দিঘার সমু্দ্র বেশ উত্তাল ছিল। তার উপরে এ দিন কোটাল থাকায় প্রবল জলোচ্ছ্বাসের দেখার আনন্দ উপভোগ করতে পারলেন পর্যটকরা। বর্ষার মনোরম আবহাওয়ায় দিঘায় ছুটি কাটাতে গিয়ে তাই খুবই খুশি পর্যটকরা।সমুদ্রে নামতে না পারলেও গার্ড ওয়ালে বসে থাকলে বা সৈকত বরাবর বাঁধানো রাস্তা ধরে হাঁটলেই বড় বড় ঢেউ এসে পর্যটকদের ভিজিয়ে দিয়ে যাচ্ছে।তবে সমু্দ্রের এই উত্তাল রূপ আর বড় বড় ঢেউ দেখে সবথেকে বেশি খুশি কচিকাচারা। 

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.