পত্রিকা প্রতিনিধি: দাসপুরের করোনা চিকিৎসাধীন ব্যক্তির মৃত্যু হলো শালবনী কোভিড হাসপাতালে।দাসপুরের ৭৪ বছরের বৃদ্ধের করোনা হাসপাতালে চিকিৎসা চলাকালীন মৃত্যুর খবর পৌঁছলো বাড়িতে।জেলার শালবনী কোভিড হাসপাতাল থেকে রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ১ নং ব্লকের নন্দনপুর ১ গ্রাম পঞ্চায়েতের বালিতোড়া গ্রামে আক্রান্তের পরিবারকে ফোনে মৃত্যুর খবর জানানো হয় বলে পরিবার সূত্রে জানাযায়।সম্প্রতি দাসপুরের বালিতোড়া গ্রামের ৭৪ বছরের এক বৃদ্ধ ও ৫০ বছরের তার ছেলে করোনা আক্রান্ত হয় তারউপর শারিরীক অবস্থার অবনতি হওয়ায় দুজনকেই স্বাস্থ্য দপ্তরের তরফে জেলার শালবনী কোভিড হাসপাতালে ভর্তি করা হয়।রবিবার সকালে চিকিৎসাধীন বছর ৭৪ এর ব্যক্তির মৃত্যু হয় এবং মৃতের ছেলের চিকিৎসা চলছে বলে জানাযায়।মৃত্যুর খবর পৌঁছতেই রবিবার দাসপুর থানার পুলিশ প্রশাসন নড়েচড়ে বসে।কনটেইনমেন্ট জোন করে মৃতের পাড়া বালিতোড়া এলাকা সিল করে আরও কড়া নজরদারি বাড়িয়েছে পুলিশ।পুলিশ সূত্রে জানাযায়,মৃত ব্যক্তির ওই পাড়ায় একটি মুদি দোকান রয়েছে।করেনা পজিটিভ জানার আগে থেকেই গায়ে জ্বর নিয়ে কয়েকদিন দোকান খোলা রেখে ব্যবসা চালিয়ে গিয়েছিলেন মৃত ব্যক্তি ও তার ছেলে।মৃত্যুর পর মৃতের পাড়ার প্রত্যেকেরই লালারস পরিক্ষার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।মৃতের পরিবারের দাসপুর থানার গৌরা এলাকায় একটি লজ রয়েছে সেটিও বন্ধ থাকছে আপাতত।মৃত বৃদ্ধ ও তার ছেলে করোনা আক্রান্ত হওয়ার জন্য ভিনরাজ্যে ফেরতের ঘটনা না থকলেও স্থানীয় সূত্রে জানাযায় ব্যবসার জন্য বাবা ও ছেলের নিয়মিত কোলকাতায় যাতায়াত ছিলো।দাসপুরে করোনা চিকিৎসা চলাকালীন বৃদ্ধের মৃত্যুর খবরে তৎপর দাসপুর থানার পুলিশ প্রশাসন।
0
previous post