পত্রিকা প্রতিনিধিঃ ঝাড়গ্রাম জেলায় পরীক্ষামূলক ভাবে বৃহস্পতিবার থেকে শুরু হল দুয়ারে রেশন । বিনপুর ২ ব্লকের রতনপুর গ্রামের সাতবাকি মৌজায় এদিন সকালে সমস্ত মালপত্র নিয়ে ডিলার সাধন দন্ডপাঠ পৌছেযান। পাড়ার মাঝে একজায়গায় শুরু হয় রেশন বিলি। প্রথম পরীক্ষা মূলক হওয়ায় ব্লক, মহকুমা, জেল খাদ্যনিয়ামক আধিকারিকরা উপস্থিতিত ছিলেন। পড়ার মধ্যে যারা রেশন নিতে আসেন নি তাদের বাড়িতেও যাওয়া হয়। বাড়িতে না থাকায় দুটি পরিবার কে রেশন দেওয়া যায়নি। তবে সপ্তাহের অন্য দিন দোকান থেকে রেশন তুলতে পারবেন তারা।
এদিন ঝাড়গ্রাম ডিলার অ্যাসোসিয়েশান এর প্রেসিডেন্ট সাধন দন্ডপাঠ জানান, মূখ্যমন্ত্রীর এই উদ্যোগে প্রত্যন্ত এলাকার মানুষের কাছে রেশন পৌছে যাবে। যিও তাদের লেবার, ক্যারিং কষ্ট এই পরিষেবা দিতে গেলে অনেকটাই বেড়ে যাবে। সেক্ষেত্রে তাদের অাবেদন এই অতিরিক্ত খরচএর ভার তাদের থেকে লাঘব করা হলে আরো ভালো ভাবে তারা পরিষেবা দিতে পারবেন। আর যারা দুয়ারে রেশন পেলেন সকলেই ধন্যবাদ জানাচ্ছেন মুখ্যমন্ত্রী কে। মুখ্যমন্ত্রী মুখে যা বলেন সেট করে দেখান। শুধুই ভোটের প্রচার থাকেনা।