0
পত্রিকা প্রতিনিধিঃ লকডাউনের কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর দোকান খুলতেই দোকানের মধ্য থেকে বিরল প্রজাতির প্রাণী দেখতে পান দোকানদার। রবিবার বেলদা থানার খাকুড়দা এলাকার একটি দোকান পরিষ্কার করার জন্য খুলতেই এই বিরল প্রজাতির প্রাণীটি দেখা যায়। ওই প্রাণীকে দেখতে ভিড় জমান এলাকার মানুষ। এলাকার মানুষের প্রাথমিক অনুমান, প্রাণীটি তক্ষক হতে পারে। ঐ দোকানের মালিক জানান, বনদফতরকে খবর দেওয়া হয়। তাঁদের হাতেই বিরল প্রজাতির প্রাণীটি তুলে দেওয়া হয়েছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য দেখা যায়।