পত্রিকা প্রতিনিধি: গাড়ির চাকা ঠিক করতে গিয়ে মর্মান্তিক পথ দূর্ঘটনায় মৃত্যু হল গাড়ির খালাসির।আহত আরও দুইজন।শনিবার বিকেলে কেশিয়াড়ি থানার কলাবনীতে জাতীয় সড়কের উপরে ঘটে এই দূর্ঘটনা।জানা গিয়েছে এই দিন বিকেলে কেশিয়াড়ি থানার কলাবনি এলাকায় গাড়ির চাকা খারাপ হয়ে যাওয়া একটি কন্টেইনার দাঁড়িয়েছিল।খারাপ হয়ে যাওয়া ওই চাকা সারাইয়ের কাজ করছিল গাড়ির খালাসী।তখনই কলকাতা থেকে ওড়িশাগামী পিছন দিক থেকে আসা অপর কন্টেইনার ধাক্কা মারে।ঘটনাস্থলে গাড়ির কাজ করা ওই খালাসির মৃত্যু হয়।আহত হয় দুই গাড়ির চালক।জানা গেছে কলকাতা থেকে বালেশ্বরের দিকে পার্সেল বোঝাই করে যাচ্ছিল দুই কনটেইনার।হাসপাতালে চিকিৎসাধীন দুই আহত চালক।তবে জাতীয় সড়কের উপর বারবার কি কারণে এই দূর্ঘটনা।তদন্তে পুলিশ।জাতীয় সড়ক কর্তৃপক্ষ ও পুলিশের চেষ্টায় পরিষ্কার করে দেওয়া হয় জাতীয় সড়ক।
0