Protest
আরও পড়ুন ঃ–সুজাতা মন্ডল খাঁ’র বিরুদ্ধে মেদিনীপুর ও ঝাড়গ্রামে জেলা শাসককে ডেপুটেশন দিল বিজেপি
পত্রিকা প্রতিনিধিঃ হলদিয়া ইন্ডিয়ান অয়েল পেট্রোনাস কারখানার গেটের সামনে শ্রমিক বিক্ষোভ । তাদের দাবি দীর্ঘদিন দশ বৎসর কাজ করছে তাদের বেতন চুক্তি না হয়নি। সমকাজে সমবেতন এর দাবি। উদ্বাস্তুর ক্ষতিগ্রস্তদের স্থায়ীকরণের দাবি।একুশে বিধানসভা নির্বাচনের আগে তাদের বিক্ষোভ চলেছিল।
শাসকদলের শ্রমিক নেতৃত্ব তাদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং ভোটের পরেই তাদের সমস্যা মিটে যাবে আশ্বাস দিয়েছিলেন। কিন্তু নির্বাচন চলে গেছে এখনো কোন কাজ হয়নি ।তাই সকাল থেকে হলদিয়া ইন্ডিয়ান ওয়েল পেট্রোনাস কারখানার সামনে শ্রমিকরা বিক্ষোভ দেখায়।
তাই যতক্ষণ পর্যন্ত তাঁদের দাবি না মানা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই অবস্থান চলবে বলে বিক্ষোভরত শ্রমিকরা জানিয়েছেন। কারখানার শ্রমিক অনুপ ভুঁইয়া বলেন, “এই কারখানার জন্য আমাদের জমি গিয়েছে। অথচ আমরাই আজ চূড়ান্ত বঞ্চিত। দাবি আদায়ে প্রয়োজনে পরিবার নিয়ে কারখানার সামনে অবস্থান করব”।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Protest
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore