Home » বেতন বাড়ানো সহ একাধিক দাবিতে কর্মীদের বিক্ষোভ এগরা পুরসভায়

বেতন বাড়ানো সহ একাধিক দাবিতে কর্মীদের বিক্ষোভ এগরা পুরসভায়

by Biplabi Sabyasachi
0 comments

শুভম সিং: সরকারি নির্দেশিকা অনুয়ায়ী অস্থায়ী কর্মীদের বেতন বৃদ্ধি,স্বাস্থ্য কর্মীদের পাওনা টাকা প্রদান, সরকারি সমস্ত নিয়মনীতি নির্দেশিকা মতো কর্মচারীগণকে কাজের বর্ণনা করতে হবে,পুরসভার গ্ৰীন পুলিশদের মাসিক বেতন বৃদ্ধি করা সহ ৮ দফা দাবি নিয়ে শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলার এগরা পুরসভার সামনে পুর পরিষেবা ব্যাহত রেখে বিক্ষোভ দেখালেন এগরা পুরসভার ডানপন্থী কর্মচারী সংগঠনের কয়েকশো স্থায়ী ও অস্থায়ী কর্মীরা। Egra, Egra, Egra, Purba Medinipur News, Egra Municipality, Biplabi Sabyasachi news

আরও পড়ুন – প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব, জেলা সভাপতির উপর হামলা যুব সভাপতির

জানা গিয়েছে, এদিন সকাল থেকেই এগরা পুরসভার ডানপন্থী কর্মচারী সংগঠনের স্থায়ী ও অস্থায়ী কর্মীরা পুরপরিষেবা বন্ধ রেখে পুরসভার সামনে বিক্ষোভ শুরু করেন।এরপর পুরসভার প্রশাসক শঙ্কর বেরা পুরসভায় উপস্থিত হলে তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন বিক্ষোভকারীরা।বিক্ষোভকারী কর্মীদের বক্তব্য, রাজ্য সরকার অস্থায়ী কর্মীদের বেতন বৃদ্ধি নিয়ে যে নির্দেশিকা জারি করেছে, সেই অনুযায়ী বেতন বৃদ্ধির ব্যাপারে পুরসভাকে বলা হয়েছিল। তার পরেও পুর কর্তৃপক্ষ ব্যবস্থা নেননি। বেতন বৃদ্ধি নিয়ে কোনও আশ্বাসও দেওয়া হচ্ছে না। নির্দেশিকার কথা জানিয়ে বারবার তাঁরা পুর প্রশাসকের কাছে গিয়েছেন। কিন্তু তাতেও কোনো সুরাহা হয়নি তাই এই পুর পরিষেবা বন্ধ রেখে এই বিক্ষোভ।পুরসভা সূত্রে জানা গিয়েছে, প্রায় শতাধিক জন স্থায়ী ও অস্থায়ী কর্মী রয়েছেন এগরা পুরসভায়।

বেতন বাড়ানো সহ একাধিক দাবিতে কর্মীদের বিক্ষোভ এগরা পুরসভায়

এগরা পুরসভার ডানপন্থী কর্মচারী সংগঠনের সম্পাদক উত্তম কুমার দাস বলেন,’আমরা একাধিকবার পুরসভার প্রশাসকের কাছে গিয়েছি। সরকারের নির্দেশের কথা বলে বেতন বাড়ানোর দাবি করেছি। কিন্তু,পুরসভার প্রশাসক পুরো বিষয়টি ক্ষতিয়ে দেখবেন বলে বলে শুধুই আশ্বাস দিয়ে যাচ্ছেন, কিন্তু তাতেও কিছু সুরাহা হয়নি।তাই আমদের এই বিক্ষোভ।তবে পরবর্তী দিনে আমাদের দাবি মানা না হলে লাগাতার আন্দোলন করব।

এবিষয়ে পুর প্রশাসক শঙ্কর বেরা বলেন,সরকারি নির্দেশিকা বেরিয়েছে।সেটা আমাদের কাছেও রয়েছে।তবে এই ভাবে পুর পরিষেবা ব্যাহত রেখে বিক্ষোভ দেখানো কোনো সঠিক সিদ্ধান্ত নয়।তবে বিক্ষোভকারীদের দাবি গুলো নিয়ে আলোচনার মধ‍্যদিয়ে সিদ্ধান্ত নিতে হবে।না হলে আপনারা যেমন বিক্ষোভ করছেন করবেন ।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.