Home » পূর্ব মেদিনীপুরে জেলাশাসকের দপ্তর ঘেরাও করে বিক্ষোভ সিভিল ডিফেন্স কর্মীদের

পূর্ব মেদিনীপুরে জেলাশাসকের দপ্তর ঘেরাও করে বিক্ষোভ সিভিল ডিফেন্স কর্মীদের

by Biplabi Sabyasachi
0 comments

পত্রিকা প্রতিনিধি : পূর্ব মেদিনীপুর এর জেলাশাসকের দপ্তর ঘেরাও করে বিক্ষোভ দেখালেন জেলার কয়েকশো সিভিল ডিফেন্স কর্মী।বুধবার জেলা শাসকের কাছে তারা ডেপুটেশান জমা দেন। Purba Medinipur, Purba Medinipur, Purba medinipur

আরও পড়ুন- এগরার বাজারে পদ্মার ‘রূপালী শস্য’,খুশী মৎস্য ব্যবসায়ীরাnews

মূলত ১০ দফা দাবী নিয়ে এই ডেপুটেশন জমা দেওয়া হয়।দাবী গুলি হল -সুরক্ষিত ও নিশ্চিতভাবে মাসে ৩০ দিনের কাজ ও সময়মতো টাকা দিতে হবে।৬০ বছর পর্যন্ত কাজের ব‍্যবস্থা করতে হবে। কোভিড ১৯ যোদ্ধাদের দ্রুত কাজের ব‍্যবস্থা করতে হবে। রাজ‍্য সরকার এর শূন্যপদ এ কাজের দাবি,স্বজনপোষন, আমফান এর মতো যেকোনো দুর্যোগের সময় প্রত্যেক সাব ডিভিশন এ উদ্ধারকারী টিম গঠন, গ্রাম পঞ্চায়েত এ টিম গঠন, দুর্ঘটনা হলে ক্ষতিপূরণ ও পরিবার এর একজন কে চাকরি, সচিত্র পরিচয়পত্র ও ইউনিফর্ম প্রদান। কাশ্মীরা খাতুন বলেন-“সরকার আমাদের নিয়োগ করেছিল আবার সরকার-ই আমাদের বিমুখে চলছেন।আমরা চাই এই কাজে পূনরায় আমাদের নিয়োগ করা হোক ও ৬০ বছর পর্যন্ত স্থায়ীভাবে কাজ করতে পারি”। সুদর্শন কর জানান-“আমদের নিয়ে ২০১৮ সালে আপদামিত্র টিম গঠন করা হয়েছিল কিন্ত তারপর তাদের বিভিন্ন ট্রেনিং দেওয়া হয় কিন্তু তারপরেও স্থায়ী কাজ পাচ্ছেন না তারা।বর্তমান সরকারের বিভিন্ন পলেশি স্কিমে যে ভাবে নিয়োগ হচ্ছে তাতে আমাদের জন‍্য ২০℅ সিট দেওয়া হয়।কোভিড ১৯ কাজ করে টাকা এখনো পায়নি তারা যেন এই টাকা গুলি পায়। আইডি কার্ড ও ইউনিফর্ম দেওয়া হয় এইসব বিষয় গুলি যাতে আগামীদিনে পাই।এইসব দাবী নিয়ে আজ আমাদের বিক্ষোভ।”

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.