Home » ফের ‘মানবিক’ পুলিশের হাত ধরে উদ্ধার টাকা ভর্তি ব্যাগ

ফের ‘মানবিক’ পুলিশের হাত ধরে উদ্ধার টাকা ভর্তি ব্যাগ

by Biplabi Sabyasachi
0 comments

শুভম সিং: এবার খোয়া যাওয়া গুরুত্বপূর্ণ জিনিসপত্র ফেরত দিল পূর্ব মেদিনীপুর জেলার চন্ডীপুর থানার পুলিশ। পুলিশ সূত্রের খবর, গত রবিবার রাতে চন্ডীপুর বাজারে পুলিশের টহলদারির সময় রাস্তায় একটি ব্যাগ পড়ে থাকতে দেখা যায়। চন্ডীপুর থানার এএসআই সমীর ভূঞার নেতৃত্বে পুলিশ কর্মীরা সেই ব্যাগটা উদ্ধার করে স্থানীয় থানায় নিয়ে আসেন। পুলিশ জানিয়েছে, ব্যাগটা তদন্ত করে দেখার পর তার মধ্যে আধার কার্ড, ভোটার কার্ড, এটিএম কার্ড, প্যান কার্ড- সহ নগদ ৯৪১০ টাকা পাওয়া গিয়েছে। চন্ডীপুর থানার ওসি ইমরান মোল্লা জানিয়েছেন, আমরা ফোনের মাধ্যমে যোগাযোগ করে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি থানার হৈপুর গ্রামের বাসিন্দা ঋত্বিক দাস’কে তাঁর গুরুত্বপূর্ণ নথি- সহ নগদ টাকা ফেরত দিই। Chandipur Police, Chandipur Police, Chandipur Police, once-again-the-human-face-of-purba-medinipur-district-police-in-chandipur

আরওপড়ুন- নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে উল্টে পড়ল বালি বোঝাই ডাম্পার

once-again-the-human-face-of-purba-medinipur-district-police-in-chandipur, chandipur police
ফের ‘মানবিক’ পুলিশের হাত ধরে উদ্ধার টাকা ভর্তি ব্যাগ

তিনি আরও জানান, পুলিশের এটাই কাজ। তবে গুরুত্বপূর্ণ নথি- সহ টাকা ফেরত পেয়ে ঋত্বিক দাস বলেন, ভাবতেও পারিনি যে হারিয়ে যাওয়া ব্যাগটা ফিরে পাবো। কিন্তু পুলিশের ভূমিকা খুবই প্রশংসনীয়।

আরওপড়ুন- শুভেন্দু -র পদত্যাগ নিয়ে শাসক দলের অন্দরমহলে জল্পনা তুঙ্গে, লাভ ক্ষতির হিসাব – নিকাশ বিজেপির

অপরদিকে পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থানা পুলিশের উদ্যোগে আজ ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কে চলছে পুলিশের নাকাচেকিং।পাঁশকুড়া পৌরসভার মেছোগ্রামে নাকাচেকিং চালাচ্ছেন পাঁশকুড়া থানার পুলিশ।সোমবার সকাল দশটা নাগাদ পাঁশকুড়া থানার এএসআই আমিনুল ইসলামের নেতৃত্বে বিশেষ অভিযান চালায় পুলিশ।

naka checking, panskura
পাঁশকুড়া থানার পুলিশের তরফে চলছে নাকা চেকিং

বিশেষত নাম্বার প্লেট হীন বাইক, বিনা হেলমেট, লাইসেন্স এবং মাক্স পরছে না তাদেরকেও সতর্ক করা হচ্ছে পাঁশকুড়া থানার পুলিশ তরফে।এছাড়াও যাদের নাম্বার রেজিস্ট্রেশন হয়ে গেছে , কিন্তু নাম্বার হাতে পাননি,তাদের বিভিন্ন অ্যাপস এর মাধ্যমে নাম্বার দেখালে তাদের ছেড়ে দেওয়া হচ্ছে। পুলিশ সূত্রে খবর-প্রতিনিয়তই যে হারে বাইক ছিনতাই এবং চুরি বেড়ে গেছে তা কমানোর লক্ষ্যেই পাঁশকুড়া থানা পুলিশের এই উদ্যোগ।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.