IOC’s mock drill in Mahishadal
আরও পড়ুন ঃ-মাস্ককে হাতিয়ার করে প্রকাশ্যে সোনার হার ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য কাঁথিতে
পত্রিকা প্রতিনিধি:ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড এইচ. এম. আর. বি পাইপলাইন্স হলদিয়ার,ব্যবস্থাপনায় আজ অনুষ্ঠিত হল সাইড মক ফায়ার ড্রিল” অনুষ্ঠিত পূর্বমেদিনীপুর জেলার মহিষাদল থানার ঝাউপাতরা গ্রামে। হলদিয়া থেকে বিহারের বারাউনি পর্যন্ত প্রায় 550 KM তেল পরিবহনকারি একাধিক পাইপলাইন আছে, আর এই পাইপলাইনে যদি কোন কারণে লিক, বাস্ট বা দুঃর্ঘটনা হয় কিংবা তেল বাইরে বেরিয়ে এসে যদি কোনভাবে আগুন লেগে যায় তাহলে মারাত্মক বিপদের সম্মুখীন হতে পারে। এরফলে সম্পত্তি ও জনজীবনের সমূহ ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। সেইজন্যই পাইপলাইন কর্তৃপক্ষ নিজেদেরকে সদা সর্বদা প্রস্তুত রাখার জন্য প্রতি বছর জেলা প্রশাসন, পুলিশ কর্তৃপক্ষ এবং মিউচুয়াল এড পার্টনারদের সহযোগিতায় অফ সাইড মক ফায়ার ড্রিলের আয়োজন করে।
এবছরও এইচ এম আর বি পাইপলাইন্স কর্তৃপক্ষ জানুয়ারি মাসের ৯ ই জানুয়ারী জেলা প্রশাসন, পুলিশের সহযোগীতা নিয়ে অফ সাইড মক ফায়ার ড্রিল এর আয়োজন করে। এই ড্রিলের মাধ্যমে একদিকে যেমন পাইপলাইন্স কর্তৃপক্ষ নিজেদের মেইনটেনেন্স ক্রু এবং মেশিনপত্রের কার্যকারিতা, ক্ষিপ্রতা এবং দক্ষতা দেখে নিতে পারেন অন্যদিকে জেলা প্রশাসন, পুলিশ এবং মিউচুয়াল এড পার্টনাররা কত দ্রুত সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারেন সেটাও দেখে নেওয়া হয়। এছাড়া তেলে আগুন লাগলে কিভাবে ড্রাই কেমিক্যাল পাউডার, জল এবং ফোমের সাহায্যে তাকে নিয়ন্ত্রণ করা হয় বা নেভানো হয় সেটাও ফায়ার এন্ড ইমার্জেন্সি সার্ভিস এর সহযোগিতায় ডেমো করে দেখানো হয়। এই সময়ে পাবলিক অ্যাড্রেস সিস্টেমের সাহায্যে লাগাতার প্রচারের মাধ্যমে এলাকার সাধারণ মানুষকে সচেতন করতে জানানো হয় এরকম ঘটনা ঘটলে “কি করা উচিত এবং কি করা উচিত নয়” এবং পরিবেশকে সুরক্ষিত রাখতে ও তাদেরকে উৎসাহিত করতে ড্রিল সমাপ্ত হলে উপস্থিত সাধারণ মানুষের হাতে 300টি বিভিন্ন ধরনের গাছের চারা গড়কমলপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের মাধ্যমে তুলে দেওয়া হয়। এই মক ড্রিলে উপস্থিত ছিলেন শ্রী চেতন কুমার ধীরন, জেনারেল ম্যানেজার, শ্রী গৌতম কুমার দাস, ডেপুটি জেনারেল ম্যানেজার, শ্রী সৌম্যদীপ শাহু অপারেশন ম্যানেজার, শ্রী অশোক কুমার ঢালী, সিনিয়র সার্ভে অফিসার, আই.ও.সি.এল,এইচ.এম.আর.বি-পিএল হলদিয়া, শ্রী মৃত্যুঞ্জয় হালদার ডি ডি এম ও পূর্ব মেদিনীপুর এবং অন্যান্য আধিকারিক বৃন্দ।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
IOC’s mock drill in Mahishadal
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore