Human Rights Commission
আরও পড়ুন ঃ–১৮ কোটি টাকা জালিয়াতির অভিযোগ, পশ্চিম মেদিনীপুরে গ্রেফতার স্টেট ব্যাঙ্কের ম্যানেজার
আরও পড়ুন ঃ–একটানা বৃষ্টিতে ঝাড়গ্রামের ডুলুং নদীতে বাড়ছে জল , চরম সমস্যায় এলাকাবাসী
পত্রিকা প্রতিনিধিঃ হাইকোর্টের নির্দেশ মতো এরাজ্যে ভোট পরবর্তী হিংসা’র পরিস্থিতি খতিয়ে দেখতে জেলায় জেলায় পৌঁছে গিয়েছে জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধিদল। সেই মতো ভোট পরবর্তী হিংসার ঘটনা খতিয়ে দেখতে পূর্ব মেদিনীপুর(East Medinipur) জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখলেন জাতীয় মানবাধিকার কমিশনের ৫ সদস্যের একটি প্রতিনিধি দল। গতকাল ওই প্রতিনিধি দল খেজুরি(Khajuri) ২ ব্লকের বারাতলা ও খেজুরি গোডাউন এলাকা ও ভগবানপুর (Bhagabanpur) বিধানসভার বোরজ গ্ৰাম পঞ্চায়েতের মূলদাত এলাকা ঘুরে দেখেন। পাশাপাশি আক্রান্ত বিজেপি ও তৃণমূল (Tmc) কংগ্রেসের কর্মী সমর্থকদের কয়েকটি বাড়িঘর পরিদর্শন করে। এরপর সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখার পর তারা খেজুরী(Khajuri) বিধানসভার গোডাউন, বারাতলা, শেরখানচক সহ বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। পাশাপাশি ভোট-পরবর্তী হিংসার ঘটনায় আক্রান্তদের অভিযোগ শুনলেন জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যরা।এরপর খেজুরি থানা ও তালপাটি উপকূল থানার পুলিশের(Police) আধিকারিকদের সঙ্গে কথা বলেন তারা।
সূত্রে খবর, ভোট (Election) পরবর্তী হিংসার বিষয়ে ইতিমধ্যে শীর্ষ আদালতে ধাক্কা খেয়েছে রাজ্য সরকার। রাজ্য(State)মানবাধিকার কমিশনের কাছে ভোট পরবর্তী হিংসার একটিও অভিযোগ জমা পড়েনি। অন্যদিকে, সব অভিযোগ জাতীয় মানবাধিকার কমিশন (NHRC)-এর কাছে জমা পড়েছিল।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Human Rights Commission
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore