Home » নিউ দিঘায় হোটেল মালিক খুনের কিনারা, গ্রেফতার কাঠের মিস্ত্রী

নিউ দিঘায় হোটেল মালিক খুনের কিনারা, গ্রেফতার কাঠের মিস্ত্রী

by Biplabi Sabyasachi
0 comments

Digha hotel

আরও পড়ুন ঃজায়গা দখলকে কেন্দ্র করে দু’পাড়ার মধ্যে সংঘর্ষ পশ্চিম মেদিনীপু্রে, আটক ৩

পত্রিকা প্রতিনিধি: পূর্ব মেদিনীপুর (Purba Medinipur) জেলার নিউ দিঘায় (New Digha) সুমন হোটেলের মালিক খুনের ঘটনার অভিযোগে গ্ৰেফতার হল জামিন শাহ (৪৭) নামের এক কাঠের মিস্ত্রি। তার বাড়ি  রামনগর থানার ঠিকরার তাবরা এলাকায়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘ ৩০ বছর ধরে ওই হোটেলের সমস্ত কাঠের কাজ করত ওই কাঠের মিস্ত্রি। আর সে কারণেই দীর্ঘ দিনের সম্পর্ক অনুযায়ী পরিচয় তাদের। তবে সপ্তাহ খানেক আগে টাকাপয়সা সংক্রান্ত বিষয়ে হোটেল মালিকের সাথে গন্ডগোল হয়েছিল ওই মিস্ত্রির। তবে মৃত্যুর দিন রাতে মালিকের কাছে নগদ পাঁচ লক্ষ টাকা ও গয়নাগাতি হাতানোর জন্য গেয়েছিলো ওই কাঠের মিস্ত্রি । তবে এই ঘটনার পর হোটেল মালিক তাদের চিনতে পারলে তাকে শ্বাসরোধ করে খুন করার চেষ্টা করে বলে অনুমান পুলিশের। তবে এই ঘটনার পর বুধবার ধৃতকে কাঁথি মহকুমা আদালতে তোলা হবে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত ব্যক্তিকে পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে। কি কারনে এই খুন, ঘটনায় আরও কোনও ব্যক্তি জড়িত কিনা তাও তদন্ত করে দেখা হচ্ছে।

নিজস্ব চিতর

প্রসঙ্গত, গত শনিবার সকালে নিউ দিঘার একটি হোটেলের মধ্যে উদ্ধার হয়েছিল সেই হোটেলেরই মালিকের মৃতদেহ। সুব্রত সরকার (৬৬) নামের ওই হোটেল মালিকের বাড়ি হাওড়ার শিবপুরে হলেও দীর্ঘদিনই তিনি ওই হোটেলের একটি ঘরেই থাকতেন। ঘরের দরজা ভেতর থেকে বন্ধ থাকলেও মৃতদেহটি গলায় ফাঁস লাগানো, মুখে বালিশ চাপা এবং বিছানা লন্ডভন্ড অবস্থায় মিলেছিল।
এরপর মৃতদেহটিকে সেদিনই কাঁথি মহকুমা হাসপাতালে ময়না তদন্তে পাঠানোর পাশাপাশি সেদিন থেকেই ঘটনার তদন্ত চালাচ্ছিল পুলিশ। প্রাথমিক তদন্তেই পুলিশ জানতে পারে ওই ঘরের জানালা থেকেও ভেতরে ঢোকা সম্ভব। এরপরেই একাধিক লোককে জিজ্ঞাসাবাদের পর উঠে আসে চাঞ্চল্যকর তথ্য।এরপর পুলিশ তদন্তে নেমে ওই কাঠের মিস্ত্রি’কে গ্ৰেফতার করে।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Digha hotel

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.