Home » হলদিয়ায় সিপিএমের সভায় তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান সূর্যকান্তের

হলদিয়ায় সিপিএমের সভায় তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান সূর্যকান্তের

by Biplabi Sabyasachi
0 comments

CPM called on the young

আরও পড়ুন ঃ-পথ দুর্ঘটনায় যুবকের মৃত্যু, এলাকায় শোকের ছায়া

পত্রিকা প্রতিনিধি: পূর্ব মেদিনীপুর জেলার ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী হলদিয়া উত্তর এবং দক্ষিণ এরিয়া কমিটি সাধারণ সভা শিল্প শহর হলদিয়ায় সুতাহাটা সুবর্ণজয়ন্তী ভবনে সিপিআই (এম) রাজ্য সম্পাদক কমরেড সূর্য মিশ্র সাংবাদিক সম্মেলনে বলেন। পূর্ব মেদিনীপুর জেলায় দুই সিপিএম বিধায়ক অন্য দলে যাচ্ছে বলে যে চাউর হচ্ছে সেটা সম্পূর্ণ মিথ্যে বলে। দুজন বিধায়ক পার্টির কাছে লিখিতভাবে জানিয়েছেন পাঁশকুড়ার বিধায়ক ইব্রাহিম আলী এবং হলদিয়া বিধানসভার বিধায়িকা তাপসী মন্ডল যদিও আজকের এই সভায় তাপসী মন্ডল উপস্থিত ছিলেন না।

হলদিয়ায় সিপিএমের সভায় তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান সূর্যকান্তের

বিগত কয়েক টি দলীয় কর্মসূচিতে থাকছেন না। যদিও তিনি লিখিতভাবে প্রেস মিডিয়া এবং পার্টির কাছে লিখিতভাবে দিয়েছেন তার শারীরিক অসুস্থতার জন্য যেতে পারেনি। তার নামে দল পরিবর্তনের পত্রপত্রিকায় প্রকাশ হচ্ছে। তবে দলের ভাবমূর্তি এবং তার নিজস্ব ভাবমূর্তি নষ্ট হচ্ছে বলেও তিনি জানিয়েছিলেন। সেই কোথায় আজকে পূর্ব মেদিনীপুর জেলা সিপিআইএম সম্পাদক নিরঞ্জন তুলে ধরলেন ।

ঠিক তেমনি ভাবে রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র আজকের সভায় তরুণ যুবকদের এগিয়ে আসার আহ্বান জানালেন। যারা দল থেকে বিজেপি তৃণমূলে যোগদান করেছেন তাদের উদ্দেশ্যে বলেন তারা যদি আগেই চলে যেতেন আরো ভালো করতেন ।শরীরে বদ রক্ত ত্যাগ করাই ভালো । তবেইতো নতুন রক্ত তৈরি হবে।না হলে রক্ত উৎপন্ন হবে না।সভার সভাপতিত্ব করেন রাজ্য কমিটির সদস্য হিমাংশু দাস।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

CPM called on the young

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.