Home » অ্যাম্বুলেন্স আসতে দেরি ,হলদিয়া হাসপাতালের বেডেই মৃত্যু করোনা রোগীর

অ্যাম্বুলেন্স আসতে দেরি ,হলদিয়া হাসপাতালের বেডেই মৃত্যু করোনা রোগীর

by Biplabi Sabyasachi
1 comment

পত্রিকা প্রতিনিধি:হাসপাতাল অ্যাম্বুলেন্স আসতে দেরি করায় হাসপাতালের বেডে মৃত্যু হল এক করোনা রোগীর। হাসপাতালে গাফিলতিতে করোনা রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ তুলে বিক্ষোভ দেখান পরিবারের সদস্যরা।তবে এই ঘটনার পর ব্যপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হাসপাতাল চত্বরে। Haldia Corona, Haldia Corona, Purba Medinipur News, Biplabi sabasachi news, Medinipur news, latest Bengali News

আরও পড়ুন- ঝাড়গ্রামে বাড়ছে সংক্রমণ,ফের একদিনেই করোনায় আক্রান্ত ১৯ জন

স্থানীয় সূত্রে জানা গিয়েছে,গতকাল সকালে হলদিয়া পুরএলাকার ক্ষুদিরাম নগর এলাকার এক প্রৌঢ় জ্বর ও শ্বাসকষ্ট উপসর্গ নিয়ে হলদিয়া মহকুমা হাসপাতালে ভর্তি হন। এরপর সরকারি নিয়ম অনুযায়ী করোনার অ্যান্টিজেন পরীক্ষা করা হয় ওই প্রৌঢ়ের।তবে তার কিছুক্ষণের মধ্যেই ওই পৌঢ়ের করোনা পজিটিভ রিপোর্ট আসে।সেই মতো ওই প্রৌঢ়কে পাঁশকুড়া বড়োমা করোনা হাসপাতালে রেফার করেন হলদিয়া হাসপাতালের চিকিৎসকরা।তবে এই ঘটনার পর হঠাৎই ওই প্রৌঢ়ের শ্বাসকষ্টের মাত্রা বাড়ায় শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে।এরপর পরিবারের সদস্যরা তৎক্ষণাৎ ১২০ নম্বরে ফোন করে অ্যাম্বুলেন্স ডাকেন।তবে অ্যাম্বুলেন্সআসতে আসতে হাসপাতালের বেডে থাকাকালীন চিকিৎসা না পেয়ে হঠাৎই মৃত্যু হয় ওই প্রৌঢ়ের বলে অভিযোগ পরিবারের।তবে এই ঘটনার পর উত্তাল হয়ে উঠে গোটা হাসপাতাল চত্বর এলাকা।এরপর হাসপাতালের সুপারের আশ্বাসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।এবিষয়ে হলদিয়া মহকুমা হাসপাতালে সুপার বলেন,সত্যিই এই মৃত্যু খুবই দুঃখজনক।তবে করোনা রোগীর মৃত্যুর বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

You may also like

1 comment

Comments are closed.

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.