Home » পূর্ব মেদিনীপুর ও ঝাড়গ্রামে পালিত হল ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’- এর পঞ্চম বর্ষপূর্তি

পূর্ব মেদিনীপুর ও ঝাড়গ্রামে পালিত হল ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’- এর পঞ্চম বর্ষপূর্তি

by Biplabi Sabyasachi
0 comments

Save drive

আরও পড়ুন ঃ-​মাইক্রো কন্টেইনমেন্ট এলাকাগুলির পরিস্থিতি খতিয়ে দেখতে রাতে মেদিনীপুর শহরের রাস্তায় পুলিশ সুপার ও জেলা শাসক

পত্রিকা প্রতিনিধিঃ ২০১৬ সালের জুলাই মাসে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)” সেফ ড্রাইভ সেভ লাইফ ” (Save drive Save life) প্রকল্পের সূচনা করেছিলেন যার ফলে রাজ্যে কয়েক বছরে কমেছে পথ দুর্ঘটনার হার। আর এই প্রকল্পের মাধ্যমে অতিরিক্ত সচেতনতার প্রচার করেছেন রাজ্য ও জেলার পুলিশ(Police)প্রশাসন, যার সুফল মিলেছে হাতে নাতে, শহরের পথ দুর্ঘটনা র হার কমে যাওয়ায় টা প্রমান করে ।

সেই মতো “সেফ ড্রাইভ সেভ লাইফ”(Save drive Save life) এর ৫ বর্ষ উপলক্ষে পূর্ব মেদিনীপুর(East Medinipur) জেলা পুলিশ(Police) ও ব্যতিক্রম নয়,। পথ দুর্ঘটনা এড়াতে ‘সেফ ড্রাইভ সেভ লাইভ’ স্লোগানকে সামনে সচেতনতা মূলক বাইক র‍্যালি হল এগরায়(Egra)। এদিন এগরা ট্রাফিকের(Traffic) পক্ষ থেকে এই মিছিল শুরু হয়ে এগরা(Egra) শহর পরিভ্রমণ করে বালিঘাই ও কুদি বাজার হয়ছ পুনরায় আবার থানায় শেষ হয়। এই বাইক(Bike) মিছিলে এগরা(Egra)থানার  ট্রাফিক(Traffic) ওসি(Oc) প্রসেনজিৎ প্রামানিক সহ অন্যান্য পুলিশ ও সিভিক ভলান্টিয়াররা উপস্থিত ছিলেন।  তাছাড়া এদিন শহরের বিভিন্ন জায়গায় এগরা থানার ট্রাফিক(Traffic) পুলিশের(Police) পক্ষ থেকে পথ নিরাপত্তা নিয়ে সচেতন করা হয়।প্রত্যেকে মাথায় হেলমেট পরে এই ৱ্যালিটি তে অংশগ্রহণ করেছিলেন পুলিশ(Police) কর্মী ও সিভিক ভলান্টিয়াররা। এগরা(Egra) থানার ট্রাফিক ওসি প্রসেনজিৎ প্রামানিক বলেন,” জেলা পুলিশের নির্দেশ মতো এই জেলায় পথ দুর্ঘটনা ঠেকাতে নানা প্রচেষ্টা চলছে।তাই আজ আমরা জেলার আদেশে সকলে মাথায় হেলমেট পরে শহরের গুরুত্বপূর্ণ রাস্তায় বাইক র‍্যালি করি।তাছাড়া মূলত এই র‍্যালির মধ‍্যদিয়ে পথচলতি সকল মানুষকে হেলমেট পরে গাড়ি চালানোর বার্তা দেওয়া হয়।

নিজস্ব চিত্র

পাশাপাশি এদিন ঝাড়গ্রাম(Jhargram) জেলা পুলিশের(Police) উদ্যোগে ট্রাফিক পুলিশের সহযোগিতায়  ঝাড়গ্রাম জেলার মানিকপাড়া ,বেলিয়াবেড়া,  গোপীবল্লভপুর থানা এলাকায় ৫ বর্ষ “সেফ ড্রাইভ সেভ লাইফ” কর্মসূচির আয়োজন করা হয়। এদিন এই কর্মসূচির মাধ্যমে মানুষকে সচেতন করা হয়। বাইক আরোহীদের হেলমেট পরে বাইক চালানোর নির্দেশ দেওয়া হয়। সেই সঙ্গে দ্রুত গতিতে বাইক চালানোর পরিবর্তে ট্রাফিক(Traffic) আইন মেনে গাড়ি চালানোর নির্দেশ দেওয়া হয়। এদিনের কর্মসূচিতে ছিলেন ডিএসপি ট্রাফিক ধীমান  মিত্র ও ঝাড়গ্রাম(Jhargram) ট্রাফিক থানার ওসি চন্দন সামন্ত সহ পুলিশ(Police) প্রশাসনের অন্যান্য আধিকারিক গন।

এদিন ঝাড়গ্রাম(Jhargram) ট্রাফিক(Traffic) পুলিশের(Police) ডি এসপি ধীমান মিত্র বলেন নিজেকে সুরক্ষিত রাখতে ট্রাফিক আইন মেনে চলবেন। মাথায় হেলমেট ছাড়া মোটর বাইক(Bike) চালাবেন না। তিনি বলেন এই সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচির মাধ্যমে কিছুটা হলেও দুর্ঘটনা এড়ানো গিয়েছে। আগামী দিনে মানুষকে সচেতন করতে আরও একাধিক পদক্ষেপ গ্রহণ করা হবে।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Save drive

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.