Demonstration at the TMC meeting
আরও পড়ুন ঃ-হিম্মত থাকলে আমাকে আটকে দেখ, বুকের উপর দিয়ে গাড়ী চালিয়ে দেব, মন্তব্য দিলীপের
পত্রিকা প্রতিনিধি: রাজ্য সরকারের জনমুখী প্রকল্প গুলির প্রচার অভিযান হিসাবে “বঙ্গ ধ্বনি যাত্রা” নামক কর্ম সূচীর শুভ সূচনা হয় সুতাহাটা সুবর্ণজয়ন্তী ভবন থেকে দুর্গাচক ক্ষুদিরাম স্কয়ার পর্যন্ত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বঙ্গ ধ্বনী বার্তা জনগনের কাছে পৌঁছে দিতে রাজ্যের প্রতিটি বিধানসভা এলাকায় বঙ্গ ধ্বনী যাত্রা শুরু হয়।হলদিয়া বিধানসভা এলাকায় তৃণমূল কংগ্রেসের নবনির্বাচিত সভাপতি সুধাংশু শেখর মন্ডল সহ-সভাপতি দেবপ্রসাদ মন্ডল সহ-সভাপতি আজগর আলী (পল্টু)এবং সহ সভাপতি অর্ণব দেবনাথ, অমিত প্রামাণিক এই মিছিলে নেতৃত্ব দেন।ছিলেন পার্থ বটব্যাল তাপস কুমার মাইতি সহ হলদিয়া বিধানসভা এলাকার তৃণমূল কংগ্রেসের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এছাড়াও ছিলেন হলদিয়া পৌরসভার চেয়ারম্যান শ্যামল কুমার আদক।দুর্গাচক ক্ষুদিরাম স্কয়ারে সভামঞ্চে বক্তব্য রাখতে উঠতেই চেয়ারম্যান শ্যামল কুমার আদক। প্রবল ক্ষোভের মুখে পড়েন চোর চোর চোর ধ্বনি উঠে আসে সভা থেকে।প্রবল বিক্ষোভের মুখে হলদিয়া পুরসভার চেয়ারম্যান। তাঁকে মঞ্চ থেকে নামিয়ে দিতে বলেন জনতা। ক্ষোভের মুখে পড়ে তিনি সভা ছেড়ে যেতে বাধ্য হন।এদিন হলদিয়ায় শুভেন্দু ঘনিষ্ঠ হলদিয়া পৌরসভা চেয়ারম্যান শ্যামল আদক বক্তব্য রাখতে উঠলে তাঁকে চোর চোর বলে উত্তাল হয় সভা।হলদিয়ার দুর্গাচকে ক্ষুদিরাম স্কয়ারে।
প্রসঙ্গত হলদিয়া পৌর এলাকার কাউন্সিলরদের মধ্যে অনুগামী এবং দলের মধ্যে মতে পার্থক্য দেখা দেয়। পৌরসভাকে দলের আনুগত্যে রাখতেই পৌর নগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম হলদিয়া পৌরসভা ২৯ টি ওয়ার্ডের কাউন্সিলর কে ডেকে সভা করলেন। সেখানে সকলেই একমত হয়ে দলের প্রতি আস্থা রাখেন। যদিও ৪ জন অনুপস্থিত ছিলেন শারীরিক অসুস্থতার কারণেই ।আজ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বঙ্গ ধ্বনী যাত্রায় হলদিয়া পৌরসভার কাউন্সিলর গন ছিলেন। যদিও প্রাক্তন কাউন্সিলার দেব প্রসাদ মন্ডল বারেবারে বহিরাগত এবং তোলাবাজ বর্তমান চেয়ারম্যানের উদ্দেশ্যেই বলেছিলেন। তারই ফলস্বরূপ আজকের সভা মঞ্চ থেকে সাধারণ মানুষের মুখ থেকে শোনা গেল।পৌরসভা চেয়ারম্যান শ্যামল আদক বক্তব্য রাখতে উঠলে তাঁকে চোর চোর বলে উত্তাল হয় সভা।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Demonstration at the TMC meeting
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore