Minister of Agriculture
আরও পড়ুন ঃ–খড়গপুরে উল্টে গেল বিদেশি মদের গাড়ি ! বোতল কুড়োতে ভিড় সুরা প্রেমীদের
পত্রিকা প্রতিনিধিঃ ‘যশ'(Yass) -এ প্রাকৃতিক দুর্যোগ ও জলোচ্ছ্বাস কবলিত বিভিন্ন এলাকায় কৃষি ফলনের ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখতে খেজুরী-১ ও খেজুরী-২ সহ কাঁথি -১ ব্লকের একাধিক বৃহস্পতিবার পরিদর্শন ও পর্যালোচনা করলেন রাজ্যের কৃষি দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়(Sovandeb Chattopadhyay)। এদিন পরিদর্শন শেষে কাঁথি (Contai) শহরের কেপস হোটেলের সভাগৃহে সাংবাদিক সম্মেলন করেন। কৃষি মন্ত্রী (Agriculture Minister) শোভন দেব চট্টোপাধ্যায় কে জেলা তৃণমূল কংগ্রেসের কোঅরডিনেটর মামুদ হোসেন পুষ্পস্তবক দিয়ে অভ্যর্থনা জানান।
এদিন কৃষি মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় বলেন, সমুদ্র উপকূল বর্তী ও রসুলপুর সহ বিভিন্ন নদীর কূলবর্তী এলাকায়,চাষবাস,পানবরোজ, উদ্যান পালন,মৎস্য চাষ ও ঘরবাড়ি র প্রভূত ক্ষতি হয়েছে। জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষিত দুয়ারে ত্রাণ কর্মসূচীর মাধ্যমে সকলেই আবেদন করতে পারবেন। কৃষি কাজ সহ সবধরনের ক্ষয়ক্ষতির অনুদানের আবেদনের ভিত্তিতে সরকারি স্তরে তদন্ত সাপেক্ষে ক্ষতিগ্রস্থ ব্যক্তিদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট মারফত ক্ষতিপূরণ প্রদান করা হবে বলে জানান কৃষি মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়। পাশাপাশি কৃষি মন্ত্রী আরও বলেন, এখানে প্রায় ৪ হাজার মানুষ ত্রাণশিবিরে রয়েছেন । ‘যশ’ তান্ডবে ৬টি মৌজা জলের তলায় চলে গিয়েছে। তাছাড়া চাষের জমি থেকে যাতে জল বের করে দেওয়া যায় তার জন্য ১২ টা পাম্প সেচ চলছে। তাছাড়া অবিলম্বে আরও ২০-২৫ টি পাম্প দিতে হবে। তাহলে মাঠে জমে থাকা নোনা জল বেরিয়ে গেলে সুবিধা হবে ।আমরা এখানে আরও ২০-২২টি পাম্প শেষ দেবো। তাছাড়া কৃষকেরা দুয়ারে ত্রাণ কর্মসূচী ছাড়াও ফসল বীমার আওতায় ক্ষতিপূরণ পাবেন। তার জন্য প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান তিনি।
উল্লেখ্য, এদিন মন্ত্রী খেজুরী-১ ও খেজুরী-২ ব্লকের খেজুরী,জনকা,নিজকশবা,হলুদবাড়ী,কামারদা,বীরবন্দ,টিকাশী, হেঁড়িয়া প্রভৃতি অঞ্চলের ক্ষতিগ্রস্থ কৃষি ফলনের ক্ষয়ক্ষতির সরেজমিন তদন্ত ও বানভাসি মানুষজনের সাথে মতবিনিময় করেন। সবধরনের ক্ষয়ক্ষতির পর্যালোচনা করেন। এদিন কৃষিমন্ত্রীর পরিদর্শনের সময় সাথে ছিলেন জেলা কর্মাধ্যক্ষ ডাঃ পার্থ প্রতিম দাস, জেলা পরিষদ সদস্য বিমান নায়ক,পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রাবণী মাইতি, গ্রাম প্রধান সমর শঙ্কর মন্ডল প্রমুখ নেতৃবৃন্দ। কাঁথি-১ ব্লকের মাজিলাপুর অঞ্চলের বগুড়ান জালপাই,হরিপুর,নয়াপুট অঞ্চলের শৌলা প্রভৃতি জায়গায় জলোচ্ছ্বাসে ক্ষয়ক্ষতির সরেজমিন তদন্ত করেন রামগোবিন্দ দাস, প্রদীপ গায়েন, আমিন সোহেল প্রমুখ নেতৃবৃন্দ।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Minister of Agriculture
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore