Baby covid
আরও পড়ুন ঃ–“রাজনীতির সময় নয়, মানুষকে বাঁচানোর সময়”,ঘাটাল ঘুরে দেখে বললেন দেব
পত্রিকা প্রতিনিধি: একদিনের শিশু করোনা পজেটিভ (covid Positive) । সুস্থ করে তুললেন পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) শিশু চিকিৎসক ডঃ প্রবীর ভৌমিক। জন্ম নেওয়ার পর থেকেই ছিলনা কোনো সাড়শব্দ। প্রথমে কোলাঘাটের শুশ্রুষা শিশু সেবা নিকতনে নিয়ে আসা হয় । সেখানেই শিশু চিকিৎসকের হাতে নতুন জীবন পায় শিশুটি । হাঁফ ছেড়ে বাঁচে শিশুর পরিবার।
এ যেন নজিরবীহিন ঘটনা। ডঃ প্রবীর ভৌমিক বলেন (DR. PRABIR BHOWMICK), “প্রথম ভগবানপুরের (BHAGABANPUR) ৬ দিনের শিশু কোভিড প্রজেটিভ হয়েছিল, এবং ১০ দিনের শিশুও কোভিড পজেটিভ হয়। কিন্তু একদিনের শিশু কোভিড পজেটিভ আজ চোখ খুলে দিল। জন্ম হয়েছিল মেচোগ্ৰামের বিবেকানন্দ নাসিংহোমে। সেখান থেকেই শ্বাসকষ্ট নিয়ে আমার কাছে আসে।এইটুকু শিশুর সিআরপি একশো । ফুসফুসের প্রদাহের মাত্রা এক্সরের মাধ্যমে অমিল পাওয়া যায়।বৈজ্ঞানিক মতে যে চিকিতসা হয় ,তা থেকে একেবারে ভিন্ন ধরনের ফুসফুস। প্রেসার কম,ফুসফুসের প্রদাহ অমিল । সিআরপি স্বাভাবিকের তুলনায় বেশি। সেই কোভিড পজেটিভ শিশুকে অক্সিজেন সেলাইন ,ভ্যান্টিলেশনের মাধ্যমে সুস্থতার পথে এগোয়। তবে শিশুটির মাতৃগর্ভে থাকাকালীন ইনফেকশন হয়। কারন গর্ভবতী মায়েরা কোভিড প্রোটোকল মানছেন না ,যাঁর ফলে এমন কোভিড পজেটিভ হয় শিশুর। “
তবে ৬ দিনের মাথায় সম্পূর্ণ সুস্থ হয়ে যায় শিশুটি ।শিশুটির বাবা বলেন , ”আমরা আমাদের বাচ্চার আশা ছেড়ে দিয়েছিলাম। জন্ম নেওয়ার পর থেকে কোনো সাড়া শব্দ ছিল না । এখানে ভর্তি করার পর এখণ খূব সুস্থ , তাই আমরা খুবই আনন্দিত । ”
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Baby covid
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore