Yass loss
আরও পড়ুন ঃ–যশের (Yass) জেরে রবিবারে মাছের বাজার অগ্নিমূল্য, পছন্দের সবজিও ঢুকছে না ব্যাগে
পত্রিকা প্রতিনিধি: পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থানার জশোড়া বাজারের প্রায় ২৫ টি দোকান হঠাৎ করেই ধসে রুপনারায়ন নদীর গর্ভে চলে যায়। উল্লেখ্য বেশ কয়েকমাস আগে এই রুপনারান নদীটির পূনসংস্কার করা হয়েছিল।তারপর যশের (Yass) তান্ডবে জল বাড়তে শুরু করে।এরপর রবিবার সকাল থেকে হঠাৎ করেই রূপনারায়ণ তীরবর্তী দোকানগুলিতে ফাটল ধরে। এরপরেই নদী গর্ভে ধসে গেল ২৫ টি দোকান। এখনো পর্যন্ত প্রায় ৫০ টি দোকান বিপজ্জনক ভাবে ঝুলে রয়েছে নদীর ধারে বলে জানা যায়। এরফলে প্রায় ৭৫ টি দোকানের ব্যাবসায়ীরা রুজি রোজগারের অনিশ্চিয়তা ভূলে বাধ্য হয়ে প্রশাসনের দারস্থ হয়েছেন।
স্থানীয় দোকানদার সুধাংশু ধাড়া (Sudhangsu Dhara) বলেন-“কিছু দিন আগে ওই জায়গায় নদী কাটায়ের কাজ করা হয় এবং আত্যাধিক গভীর করে কাটার ফলে কিছুদিন আগে নদীর দুপাশের দোকান গুলোতে ফাটলের সৃষ্টি হয় এবং আজ দুপুর বেলায় হঠাৎ করে দোকান গুলো ভেঙে গিয়ে নদী গর্ভে চলে যায়। এখনো প্রায় ৫০ টি দোকান বিপদ জনক ভাবে ঝুলে রয়েছে।আমার দোকানটিও ভেঙে গেছে। দোকানের কয়েক লক্ষ টাকার জিনিস ছিল সেগুলো সব ধসের সাথে নিচে নেমে গেছে।দোকান থেকেই সংসারের মূল রুজি রোজগার ছিল।
লকডাউনে ব্যবসা একেবারে শিঁকেয় উঠেছিল এখন আবার এইভাবে নদীর মধ্যে এইভাবে দোকান হারিয়েছি।কী করবো কিছু খুঁজে পাচ্ছি না।”তাই দোকান হারানো ব্যাবসায়ীদের দাবি এই মুহূর্তে অবিলম্বে প্রশাসনের তাদের সহযোগিতা না করলে পরিবার নিয়ে তাদের অনাহারে দিন কাটাতে হবে। যদিও এখনো পর্যন্ত প্রশাসন তরফে কোনো সুরাহা পাননি দোকানদাররা।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Yass loss
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore