Home » নন্দীগ্রামে রাস উৎসবে খোল বাজালেন শুভেন্দু, শোনালেন ধর্মীয় কথা

নন্দীগ্রামে রাস উৎসবে খোল বাজালেন শুভেন্দু, শোনালেন ধর্মীয় কথা

by Biplabi Sabyasachi
0 comments

মন্ত্রিসভা থেকে শুভেন্দু অধিকারীর পদত্যাগের পর বঙ্গ রাজনীতিতে উথাল-পাথাল অবস্থা৷ সকলে ধরেই নিয়েছেন তৃণমূল ছাড়ছেন শুভেন্দু৷ তারই প্রথম ধাপ ছিল মন্ত্রিত্ব ত্যাগ৷ খুব তাড়াতাড়ি দলও ছাড়বেন৷ তাই তাঁর প্রতিটা পদক্ষেপে তীক্ষ্ণ দৃষ্টি রয়েছে সংবাদমাধ্যম থেকে রাজনৈতিক মহলের৷ সকলেই অধীর আগ্রহে রয়েছেন জানার জন্য, পরবর্তী পদক্ষেপ কী হতে চলেছে? কিন্তু শুভেন্দু আছেন শুভেন্দুতে৷ পারিপার্শ্বিক রাজনৈতিক ঘটনাপ্রবাহে বিচলিত নন একদমই৷ তাই নন্দীগ্রামে রাস উৎসবে এসে অনায়াসে ধরা দিলেন অন্য মেজাজে৷ Nandigram Ras Utsav, Nandigram Ras Utsav, Nandigram Ras Utsav

ফের ‘মানবিক’ পুলিশের হাত ধরে উদ্ধার টাকা ভর্তি ব্যাগ

Suvendu Adhikari, Ras utsav, Mamata Banerjee, TMC
নন্দীগ্রামের রাস উৎসবে শুভেন্দু অধিকারী। — নিজস্ব চিত্র।


শুভেন্দু -র পদত্যাগ নিয়ে শাসক দলের অন্দরমহলে জল্পনা তুঙ্গে, লাভ ক্ষতির হিসাব – নিকাশ বিজেপির

সব জায়গায় রাজনৈতিক আলোচনা করা পছন্দ নয় শুভেন্দুর৷ সেই কারণে নন্দীগ্রামে রাস উৎসবের শামিল হয়ে তাঁর মুখ থেকে শোনা গেল ধর্মীয় কথা৷ বক্তব্য শেষে নিজের কাঁধে খোল ঝুলিয়ে কীর্তনের সুরে গলাও মেলালেন৷ রবিবার মন্ত্রিত্ব ছাড়ার পর মহিষাদলে প্রথম সভা অনুষ্ঠানেও রাজনীতির বিষয়ে কার্যত চুপ ছিলেন শুভেন্দু। রাজনৈতিক কথাবার্তার পরিবর্তে শুভেন্দুর গলায় শোনা গিয়েছিল জনতার পাশে থাকার বার্তা। আর সেই একই বার্তা শোনা গেল সোমবার নন্দীগ্রামের রাস উৎসবের মঞ্চে। মন্ত্রিত্ব ছাড়ার পর এই প্রথম নিজের বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে শুভেন্দুর কর্মসূচি। যা নিয়ে সকাল থেকেই ছিল টানটান উত্তেজনা৷

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.