Home » মোদিজীর বক্তব্য থেকে দেশপ্রেম ও জাতীয়তাবোধের শিক্ষা নিতে হবেঃ শুভেন্দু

মোদিজীর বক্তব্য থেকে দেশপ্রেম ও জাতীয়তাবোধের শিক্ষা নিতে হবেঃ শুভেন্দু

by Biplabi Sabyasachi
0 comments

Shuvendu’s speech

আরও পড়ুন ঃকরোনা ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রে জেলার বহু স্বাস্থ্য কর্মীর অনীহা, আশাবাদী স্বাস্থ্যকর্তা

শুভম সিং : ২১ শে নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের পর গেরুয়া শিবিরের সরকার গঠনের জন্য ইতিমধ্যে ময়দানে নেমে কাজ শুরু করে দিয়েছেন শুভেন্দু অধিকারী।আর এই পরিস্থিতিতে বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্তে ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকদের চাঙ্গা করতে পৌঁছে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি অখন্ড মেদিনীপুরের ৩৫ টি আসনই জয় করারও বার্তা দিয়েছেন তিনি। তবে জনসভা হোক কিংবা রোড শো শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে লক্ষ্য করা যায়জন প্লাবনের। শুভেন্দু অধিকারী ও বিজেপির রোড শোকে কেন্দ্র করে মানুষের উৎসাহ-উদ্দীপনা।শুক্রবার সেই ছবি ফুটে উঠল সৈকত শহর দিঘার ভারতীয় জনতা পার্টির রোড শোতে।তবে এদিন ওই রোডশোতে বিজেপির দলীয় পতাকার পাশাপাশি গেরুয়া রঙের বেলুনও দেখা গিয়েছে। এদিনের জনসভায় উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির রাজ‍্য নেতৃত্ব শুভেন্দু অধিকারী, জয়প্রকাশ মজুমদার,কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি অনুপ চক্রবর্তী, সাধারণ সম্পাদক সুদাম পন্ডিত, অসীম মিশ্র, তাপস দলুই, জেলা কমিটির সদস্য স্বদেশ নায়ক, বিজেপি নেতা রামচন্দ্র দাস সহ অন‍্যান‍্য দলীয় কর্মীরা।

এদিন দিঘায় এসে তৃণমূল কংগ্রেসেকে ফের কটাক্ষ করে শুভেন্দু অধিকারী বলেন ,কেন্দ্রীয় সরকারের অর্থে দীঘার বিভিন্ন জাগয়ায় হকারদের স্টল তৈরি ও বিভিন্ন উন্নয়ন মূলক কাজ হয়েছে।সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের এক শ্রেণীর লোকেরা গোটা দীঘা পর্যটন নগরীকে ত্রাসের নগরীতে পরিনত করে রেখেছে।এখানকার হোটেল কর্মচারী, ফুটপাতের হরকারদের পুলিশের লাঠি খাওয়া আর যদি অন্য রাজনৈতিক দল করলে তাকে তার প্রাপ্য অধিকার চাইতে গেলে উচ্ছেদ করা হবে, নয়তো কর্মচ্যুত করা হবে।তাছাড়া যে লোকগুলি একটা বিড়ি নিভিয়ে নিভিয়ে খেত, তারা এখন ৫০ কোটির মালিক হয়ে গিয়েছে। তিনি আরও বলেন,আমি ১০ নভেম্বর বলেছিলাম, রাজনীতির ময়দানে দেখা হবে। খুব ভাল লাগছে। এতদিন নন্দীগ্রামকে মনে পড়েছে।সাড়ে ৩ বছর সারদা মামলায় জেলে ছিল। কেউ ২১ মাস জেলে ছিল। কেউ ১০ বছর ইউএপিএ-তে ১০ বছর জেল খেটেছে। এই সমস্ত কানকাটা-নাককাটাদের বের করেছে। ভোটার পালিয়ে গিয়েছে। প্রতিদিন মন্ত্রীরা পদত্যাগ করছে। টিভি খুললেই পদত্যাগ। আমরা আহত। আর পারছি না। কে কর্মচারী থাকতে চায়? রাজনৈতিক সহকর্মীর মর্যাদা চাই।
তাছাড়া এখন নন্দীগ্রামে তৃণমূল কোম্পানির মালিক, চেয়ারম্যান মমতা ব্যানার্জি দাঁড়াবেন। দাঁড়াবেন কিনা জানি না। বলেছেন দাঁড়াবেন। দাঁড়ানো উচিত। আমি তাঁকে হারাব। আপনারা রামনগরটা দেবেন তো? লোকসভা ভোটে শিশিরবাবুর মতো পরীক্ষিত লোক, তাঁর সঙ্গে আপনারা ৫ হাজার গ্যাপ করেছিলেন। ২৫ হাজার ভোটের গ্যাপ দিতে হবে। হাওয়া বুঝতে পারছি। মানুষের ঢল দেখেছি। তাছাড়া আগামিকাল ভারতরত্ন, বিশ্ববন্দিত নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবস। ভারতের কোনও প্রধানমন্ত্রী নেতাজিকে এত সম্মান দেননি। কালকে পরাক্রম দিবস হবে। মোদীজির বক্তব্য সব বুথে শুনতে হবে। সেই বক্তব্য থেকে দেশপ্রেম ও জাতীয়তাবোধের শিক্ষা নিতে হবে।

ভারতীয় জনতা পার্টির রাজ‍্য নেতৃত্ব জয়প্রকাশ মজুমদার বলেন,পশ্চিমবঙ্গের বিভিন্ন কোনের মানুষ এই দিঘার মানুষের সঙ্গে এক হয়ে তারা সামনের দিনে জয়ধ্বনি নতুন সূর্য ,নতুনসরকার,নতুন আসা ও ভরসাকে উনারা স্বাগত জানালেন।পাশাপাশি অভিক্ত মেদিনীপুরের ৩৫টি আসনে বিজেপি জিতবে।শুভেন্দুর নেতৃত্বে একটিও আসন কাউকে ছেড়ে দেব না।আর মাননীয়া ভয় পেয়েছেন তাই ভবানীপুর ছেড়ে নন্দীগ্রামে চলে আসছেন শুভেন্দুর কাছে হারতে।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Shuvendu’s speech

Community-verified icon

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.