Home » মিথ্যাশ্রী আর কুৎস্যাশ্রীর জনক মমতা বন্দ্যোপাধ্যায়, ভগবানপুরে মন্তব্য শুভেন্দুর

মিথ্যাশ্রী আর কুৎস্যাশ্রীর জনক মমতা বন্দ্যোপাধ্যায়, ভগবানপুরে মন্তব্য শুভেন্দুর

by Biplabi Sabyasachi
0 comments

Shuvendu’s comment

আরও পড়ুন ঃ-পাঁশকুড়াতে দ্বিতীয় তারাপীঠ মন্দিরের উদ্বোধনে শুভেন্দু

পত্রিকা প্রতিনিধি: বিজেপিতে যোগদানের পর প্রথম ভগবানপুরে মাটিতে পা রেখে ভারতীয় জনতা পার্টির তফসিলি মোর্চার আয়োজিত জনসভায় উপস্থিত হলেন শুভেন্দু অধিকারী।আর সেই সভা থেকে রাজ‍্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করে বলেন, ‘তৃণমূল প্রাইভেট কোম্পানিকে পরিষ্কার করতে হলে গ্রামে গ্রামে বারবার আসতে হবে। উল্লেখ্য,আগামী ১৮ জানুয়ারি নন্দীগ্রামে জনসভা করতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।আর তার আসার আগে সেই সভা নিয়ে কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী।তিনি বলেন,এতোদিন পরে মনে পড়লো। সেই কবে  ২০১৫ সালে ২০ ডিসেম্বর এসেছিলেন। এখন চাপে পড়ে নির্বাচনের সময় আবার আসছেন।  আসুক আমরাও প্রস্তুত পালটা সভা ১৯ তারিখ খেজুরিতে করতে। সেখানে আমি ও কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় সহ অন্যান্যরা থাকবেন। সেখানেই এক লক্ষের বেশি লোক করবো। আর যা যা মিথ্যা বলবেন তার জবাব দেবো। উনি তো মিথ্যাশ্রী আর কুৎস্যাশ্রীর জনক।”


“শুধু হরিশ চ্যাটার্জি, হরিশ মুখার্জি সরকার চালাবে আমরা বাণের চলে ভেসে আসেছি। জেলার লোকেরা, উত্তরবঙ্গের লোকেরা, কোচবিহারে লোকেরা, মেদিনীপুরের লোকেরা, সুন্দরবনের লোকেরা,  বনগার লোকেরা আমরা বানের জলে ভেসে এসেছি? এজিনিস আর হবে না। আমরা জিতবো।  বিজেপির সরকার তৈরি হবে।” শুভেন্দু  তার বক্তব্যে আরও বলেন, “আগের ভূমিকায় দেখেছেন, আবার নতুন ভূমিকায় দেখতে পাবের আমাকে।” বুধবার ভগবানপুরের অর্জুন নগরের সভা মঞ্চ থেকে কর্মীদের চাঙ্গা করতে একথা বলেন সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগাদানকারী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “মননীয়ার নির্দেশে হপ্তায় হপ্তায় হাটবারে পুলিশের ওসি বদল করছে। অনেক লড়াই আমরা করেছি, এসব নিয়ে ভয় পাবেন না। কতক্ষণ লাগে আপনাদের কাছে আসতে।বামেদের উদ্দেশ্যে শুভেন্দু বলেন, “আর এখানকার পুরানো  বামপন্থীদের বলবো ভেতরে ভেতরে সিপিএম করবেন না এবারের মতো, কারন ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় না এলে গ্রামপঞ্চায়েত কিংবা পুরসভায় নমিনেশন করতে পারবে না। ভারতীয় জনতা পার্টি না এলে নির্বাচনে লড়াই করতে পারবে না। তাই প্রথম আমাদের লক্ষ হবে তৃণমূল কংগ্রেস প্রাইভেট লিমিটেড কোম্পানিকে আগে হারানো। আর যদি তোমরা সবাই মিলে হটাতে পারো তাহলে আগামী ২৩ সালে পঞ্চায়েত ভোটে সবাই নমিনেশন করবে, ভোট হবে।

তবে এদিন শুভেন্দু অধিকারীর পাশাপাশি  এদিন সভা মঞ্চ থেকে রাজ্য সরকার থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করেন সাংসদ লকেট চ্যাটার্জি। তিনি বলেন, বাংলার মানুষ,বাংলার এই জনসমুদ্র আগামীদিনে ভারতীয় জনতা পার্টির সুনামি আসতে চলেছে বাংলায়।ভারতীয় জনতা পার্টি স্বামী বিবেকানন্দের আদর্শ বানীকে সম্মান করে। আর তৃণমূল সরকার স্বামী বিবেকানন্দ হিসেবে একজন কেই দেখছিলেন তিনি হলেন ভাইপো।বিবেকানন্দের ছবির ওপরে ভাইপোর ছবি,নাচে স্বামী বিবেকানন্দের ছবি।আর তা দেখে মনে হচ্ছে ভাইপো নয় স্বামী তোলানন্দ।আর এই দুর্ণীতিবাজ সরকারকে ২১ শে যাতে বিদায় করা যায় ততই ভালো।\এদিনের জনসভায় উপস্থিত ছিলেন বিজেপির রাজ‍্য নেতা শুভেন্দু অধিকারী,রাজ‍্যের সাধারণ সম্পাদিকা লকেট চ্যাটার্জি, রাজ‍্য তপশিলী মোর্চার সভাপতি দুলাল চন্দ্র বর,কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি অনুপ চক্রবর্তী, সাধারণ সম্পাদক তাপস দলুই সহ অন্যান্য দলীয় কর্মীরা।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Shuvendu’s comment

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.