Home » দিল্লীতে কৃষকদের আন্দোলনে পুলিশি হামলা, প্রতিবাদ এগরায়

দিল্লীতে কৃষকদের আন্দোলনে পুলিশি হামলা, প্রতিবাদ এগরায়

by Biplabi Sabyasachi
0 comments

Police attack on farmers’ movement in Delhi

আরও পড়ুন ঃ-ঐতিহ্যের রাস উৎসব শুরু মেদিনীপুরের মল্লিকচকে

পত্রিকা প্রতিনিধি: কেন্দ্র সরকারের কৃষক স্বার্থবিরোধী কৃষি আইন ২০২০ বাতিলের দাবিতে পাঞ্জাব হরিয়ানা থেকে আসা হাজার হাজার কৃষকদের ‘দিল্লি চলো’ অভিযানে দিল্লি ঢোকার পথে বিজেপি সরকারের দিল্লি পুলিশ হাজার হাজার কৃষকদের উপর নির্মম অত্যাচার চালায় তারা জলকামান চালায়, টিয়ার গ্যাস ছোঁড়ে , বৃহৎ বৃহৎ ব্যারিকেড গড়ে তোলে নিশংস লাঠিচার্জ করে । তার পরেও কৃষকরা সমস্ত বাধাকে উপেক্ষা করে তারা ব্যারিকেড ভেঙ্গে টিয়ারগ্যাস আর জলকামান কে উপেক্ষা করে দিল্লিতে প্রবেশ করতে সক্ষম হয় ।

ফলে ‘দিল্লি চলো’ অভিযানে আন্দোলনরত হাজার হাজার কৃষকদের বিপ্লবী অভিনন্দন জানিয়ে এগরা মহাকুমার বালিঘাই বাজারে এস ইউ সি আই (কমিউনিস্ট) দলের কৃষক সংগঠন সারা ভারত কৃষক ও ক্ষেতমজদুর সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন সভা করে । সভায় সারা ভারত কৃষক মজুর সংগঠনের জেলা সম্পাদক কমরেড জগদীশ সাউ সমস্ত সংগ্রামরত কৃষকদের সংগ্রামী অভিনন্দন জানায় এবং বিজেপি সরকারের নির্দেষে কৃষকদের উপর দিল্লি পুলিশের বর্বরোচিত আক্রমণের বিরুদ্ধে প্রতিবাদ জানায় ।

Advertisement

এবং আরো জানায় যে কেন্দ্র সরকার যদি কৃষক স্বার্থবিরোধী তিনটি কৃষি আইন অবিলম্বে প্রত্যাহার না করে তাহলে আরও বৃহত্তর আন্দোলন গড়ে উঠবে । কেন্দ্র সরকারের সর্বাত্মক বেসরকারিকরণের প্রতিবাদ সহ আগামী 3 রা ডিসেম্বর কৃষক সংহতি দিবসে কোলকাতার রাজপথে হাজার হাজার কৃষকদের নিয়ে কৃষি বিলের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সভা সংঘটিত হবে এই এলাকার সমস্ত কৃষকদের তাতে সামিল হওয়ার আহ্বান জানান । এছাড়া ওই সভায় উপস্থিত ছিলেন সনাতন গিরি, প্রদীপ মাইতি, অনুপ জানা, দেবাশিশ পন্ডিত সহ অনেকে ।

Advertisement

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Police attack on farmers’ movement in Delhi

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.