Home » পটাশপুরে ফের বিজেপি তৃণমূলের সংঘর্ষে উত্তপ্ত এলাকা, আহত ৫

পটাশপুরে ফের বিজেপি তৃণমূলের সংঘর্ষে উত্তপ্ত এলাকা, আহত ৫

by Biplabi Sabyasachi
0 comments

শুভম সিং: বিজেপির দলীয় পতাকা ও ফেস্টুন টাঙ্গানোকে কেন্দ্র করে তৃণমূল বিজেপি দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ।এই ঘটনার পর ৫জন কর্মী আহত হয়েছেন।বর্তমানে তাদের সকলের চিকিৎসা চলছে হাসপাতালে।উল্লেখ্য, পটাশপুর থানার গোপালচক গ্রামের স্থানীয় এক বিজেপি নেতার নেতৃত্বে কয়েকজন বিজেপি কর্মী তাদের দলীয় পতাকা ও ফেস্টুন লাগাতে যায় ওই এলাকায়।অভিযোগ,সেই সময় বেশ কয়েকজন দুষ্কৃতী তাদের ওপর হামলা চালায়।Pataspur News, Pataspur News, Pataspur News

আরো পড়ুন- আজকের পত্রিকা- ২১ অক্টোবর ২০২০, বাং- ৪ কার্ত্তিক ১৪২৭

tmc and BJP clash at pataspur, BJP, TMC, Purba Medinipur bengali news
পটাশপুরে ফের বিজেপি তৃণমূলের সংঘর্ষে উত্তপ্ত এলাকা

এরপর দুই দলের মধ্যে শুরু হয় সংঘর্ষ।এই ঘটনার পর তৃণমূলের কর্মীরা পটাশপুর থানায় গিয়ে অভিযোগ দায়ের করে।এই ঘটনার জেরে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা।তবে ওই এলাকার বোমাবাজির ঘটনা ঘটেছে বলেও কোন দল ও পুলিশ তা স্বীকার করেনি। তবে ইতিমধ্যে এলাকায় পুলিশের টহলদারি চলছে।এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

পটাশপুর ১ ব্লক তৃণমূল সভাপতি তাপস মাজি বলেন, বেশ কিছুদিন ধরে বিজেপির কিছু দুষ্কৃতী কে নিয়ে এলাকায় সন্ত্রাস চালানোর চেষ্টা করছে তারা।তাদের এলাকায় মানুষ তাদের প্রতিহত করছে।তাছাড়া পটাশপুরে বিজেপির পায়ের তলা থেকে মাটি সরে গেছে। তাই তৃণমূল কর্মীদের মারধর করে এলাকাতে দখলের চেষ্টা করছেন।
তবে তৃণমূলের এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপির জেলা নেতৃত্ব।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.