Electric shot
আরও পড়ুন ঃ–দাঁতনে শিশু শিক্ষাকেন্দ্রের চাল বাড়িতে রাখায় গ্রামবাসীদের বিক্ষোভ, প্রধান শিক্ষককে আটক করল পুলিশ
পত্রিকা প্রতিনিধি: ১১ হাজার ভোল্টের বিদ্যুতের তারের স্পর্শে গুরুতর জখম হল শালবনির মাঝিপাড়ার একবালিকা। আহত বালিকার নাম লক্ষ্মী পাতর (Lakhhi Patar)l আহতকে প্রথমে মেদিনীপুর মেডিক্যাল (Medinipur Medical College & Hospital) এবং পরে কলকাতার হাসপাতালে (kolkata Hospital) স্থানান্তরিত করা হয়েছে ।গুরুতর জখম হওয়ায় তার হাতটি কেটে বাদ দিতে হয়েছে। এদিকে এই ঘটনায় বিদ্যুৎ দপ্তরের গাফিলতি দেখছে তার পরিবার ও প্রতিবেশীরা।
জানা গিয়েছে যশ ঝড়ের (Yaas Strome) কারণে মাঝিপাড়ার বিদ্যুতের খুঁটি হেলে যায়। ওই তার লক্ষ্মীর বাড়ির ছাদ ঘেঁষে গিয়েছে। শনিবার সে ছাদে খেলতে গিয়ে তারে হাত লেগে এই বিপত্তি ঘটে। বাসিন্দাদের অভিযোগ ,যশ ঝড়ের (Yaas Strome) কারণে বিদ্যুতের খুঁটি হেলে যায়। বারং বার বিদ্যুৎ দফতরকে জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি ।এলাকাবাসীদের মধ্যে এই নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে.
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Electric shot
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore