Home » টোকিও অলিম্পিক থেকে ছিটকে গেলেন পশ্চিম মেদিনীপুরের কন্যা প্রণতি

টোকিও অলিম্পিক থেকে ছিটকে গেলেন পশ্চিম মেদিনীপুরের কন্যা প্রণতি

by Biplabi Sabyasachi
0 comments

Tokyo Olympics

আরও পড়ুন ঃপূর্ব মেদিনীপুরের তমলুক হাসপাতালে ডেল্টা স্ট্রেইনে আক্রান্ত ২৭, আতঙ্ক

পত্রিকা প্রতিনিধি: ভারতের একমাত্র মহিলা জিমন্যাস্ট (Gymnast) হিসাবে অলিম্পিকের (Tokyo Olympic 2020) আর্টিস্টিক জিমনাস্টিকে (Artistic Gymnastic Subdivision) জায়গা করেছিলেন প্রণতি নায়েক (Pranati Nyek)। লড়াই করেও ওই বিভাগের ফাইনালের যোগ্যতা অর্জন করতে পারলেন না পশ্চিম মেদিনীপুরের পিংলার কন্যা । সুযোগ থাকলেও কেন প্রণতি নিজের সবচেয়ে শক্তিশালী ভল্টে প্রয়াস করলেন না তা নিয়ে হতবাক ছোটবেলার কোচ মিনারা। ছোট থেকে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক আসরে ভল্টই প্রণতির পদক জয়ে বড় ভূমিকা নিয়েছে। তার ছোটবেলার কোচ তথা প্রাক্তন সাই কোচ মিনারা বেগম বলেন বিশ্বাই হচ্ছে না কেন প্রণতি দ্বিতীয় ভল্ট টি নিলেন না।সাবডিভিশন ওয়ানে তিনি স্কোর করলেন ৪২.৫৬৫।

ফাইল চিত্র

এছাড়াও আরও তিনটি সাবডিভিশন রয়েছে প্রণতির হাতে। সেখানে ভাল করার সুযোগও রয়েছে। চারটি রোটেশনে (Rotation) প্রণতির স্কোর হয় ১৩.৪৬৬ (vault-ভল্ট), ৯.৪৩৩ (ব্যালান্স বিম- Balance Beam), ১০.৬৩৩ (ফ্লোর-Floor) ও ৯.০৩৩ (আনইভেন বার Uneven Bar)। সব মিলিয়ে সাবডিভিশন ওয়ানে ৪২.৫৬৫ স্কোর (Score) করেণ তিনি।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Tokyo Olympics

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.