Demonstration villagers
আরও পড়ুন ঃ–গোপীবল্লভপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু ট্রাক্টর চালকের
পত্রিকা প্রতিনিধি: একশো দিনের কাজ শ্রমিকদের না করিয়ে মেশিন ও ট্র্যাকটর দিয়ে করাচ্ছে তৃণমূল,এমনই অভিযোগ তুলে গ্রামীন খেলার মাঠ সংস্কারে মাটি ভরাটের কাজ বন্ধ করল স্থানীয় গ্রামবাসী ও জবকার্ডধারীরা।ঘটনা নারায়ণগড় ব্লকের পাকুড়সেনি গ্রাম পঞ্চায়েতের সিয়াড়া গ্রামের।অভিযোগ, সিয়াড়া গ্রামের একটি জায়গা সমতলীকরণ করে গ্রামীন মাঠ সংস্কারের জন্য বোর্ড বসানো হয় পঞ্চায়েতের তরফে।কিন্তু কোন জবকার্ডধারীদের কাজ না করিয়ে অবৈধভাবে সেই সমতলীকরণের কাজ করানো হচ্ছে ট্র্যাক্টর দিয়ে।এমনই অভিযোগ তুলে বুধবার সকালে গাড়ি আটকে বিক্ষোভ দেখায় স্থানীয় গ্রামবাসীরা।অভিযোগ করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে অবৈধ ভাবে এই জায়গা ভরাটের কাজ চলছে।
যদিও বিক্ষোভের সময় ঘটনাস্থলে আসেন তৃণমূলের বুথ সভাপতি অমরেশ সাই।তাকে ঘিরেও প্রতিবাদ ও বিক্ষোভ দেখায় স্থানীয় গ্রামবাসী এবং বিক্ষুব্ধ জবকার্ডধারীরা।যদিও বুথ সভাপতির সাফ জবাব-“অঞ্চলের পক্ষ থেকে মাঠ করার জন্য এই পতিত জমিকে বেছে নেওয়া হয়েছে।কিন্তু তার কাজ হবে একশ দিনের কাজের প্রকল্পে।
তবে তার আগে তৃণমূল দলগতভাবে ওই এলাকায় মাটি ভরাট করা হচ্ছে।যদিও এই মাটি ভরাটের সাথে একশদিনের কাজের কোন যোগাযোগ নেই।অন্যদিকে বিক্ষুব্ধ গ্রামবাসীদের দাবি-“একশ দিনের কাজের প্রকল্পে এই মাঠ সমতলীকরণের কাজ হবে,সেই মতো বোর্ড লাগানো হয়েছে।কিন্তু বেশ কয়েকজন তা না করে বেআইনিভাবে মাটি ভরাট করছে।যার কারণে আজ কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।”প্রসঙ্গত ২০১২ সালে এই জায়গা একটি অনগ্রসর পরিবারের ছিল বলে দাবি।বিরোধি করায় জবরদখলের ও অভিযোগ উঠে তৃণমূলের বিরুদ্ধে।যদিও এই অভিযোগ অস্বীকার শাসক দলের।যদিও এই নিয়ে শুরু হয়েছে চাপানৌতর।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Demonstration villagers
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore