Khargpur
আরও পড়ুন ঃ-চন্দ্রকোনায় বাইক দুর্ঘটনায় ১ জনের মৃত্যু ঘিরে ক্ষুব্ধ জনতার পথ অবরোধ, আহত ২
পত্রিকা প্রতিনিধিঃ ২১ শে বিধানসভা নির্বাচনে খড়্গপুর শহরে তৃণমূল কংগ্রেস পরাজিত হওয়ায় কার্যত জলের কল বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠল প্রাক্তন বিধায়ক প্রদীপ সরকারের বিরুদ্ধে ।
উল্লেখ্য, গত ২রা মে ভোটের ফল ঘোষণার পর ৩ রা মে খড়্গপুর সদর বিধানসভায় তৃণমূল কংগ্রেস পরাজিত হওয়ার পরেই ২০ নম্বর ওয়ার্ডে পুরসভার পানীয় জল বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠল প্রাক্তন বিধায়ক প্রদীপ সরকারের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, বিজেপি জয়লাভ করায় তাদের কল বন্ধ করে দিয়েছে জল না পেয়ে চরম কষ্টে ও হয়রানি শিকার হচ্ছেন স্থানীয় বাসিন্দারা । স্থানীয়রা আরও অভিযোগ করেছেন, জলের এই অবস্থা কেন তা জানতে তৃণমূলের পার্টি অফিস অর্থাৎ প্রদীপ সরকারের অফিসে গেলে পার্টি অফিসের লোকেরা জানান, যাকে আপনারা ভোট দিয়ে জিতিয়েছে তাদের কাছেই জল চাও । তবে এই ঘটনার খবর বিজেপির কাছে পৌঁছাতে রাজনৈতিক কাদা ছোড়াছুড়ির শুরু হয়ে গেছে। বিজেপির অভিযোগ, কার্যত নির্বাচনে হেরে যাওয়ার কারণে গরিব মানুষদের জন্য জল পর্যন্ত বন্ধ করে নোংরা রাজনীতি করছে তৃণমূল।
তবে প্রাক্তন বিধায়ক প্রদীপ সরকারের অভিযোগ, বিজেপির কাছে কোনো ইস্যু নেই তাই এইসব বলছে পাম্পের তার পুড়ে যাওয়ার কারণে ক দিন বন্ধ ছিল আমি খবর নিয়েই । খড়্গপুর পৌরসভায় অপারেটরের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশও দিয়েছি সাত দিন ধরে বন্ধ কেন জানায়নি পুরসভাকে । গ্রামগঞ্জে দেখা যেত দুই রাজনীতি এবার সেই রাজনীতি দেখা গেল খোদ খড়্গপুর শহর বিধানসভাতে । খড়্গপুর সদর বিধানসভা সবসময় সৌজন্যতা রাজনীতি দেখে এসেছে তার কারণ খড়্গপুরের ৯ বরের বিধায়ক ছিলেন প্রয়াত জ্ঞানসিং সোহন পাল । সেইখানে খড়্গপুরের শহরে খড়্গপুরে এই ধরনের রাজনীতি মেনে নিতে পারছেন না খড়গপুর সাধারণ মানুষ ।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Khargpur
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore