Pranab Basu
আরও পড়ুন ঃ–মেদিনীপুরে ফের বুনো হাতির তান্ডব ! ভাঙল ৬ টি বাড়ি , আতঙ্কে এলাকাবাসী
আরও পড়ুন ঃ–ঝাড়গ্রামে ছেলের কাঠের গোডাউনে মায়ের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
পত্রিকা প্রতিনিধিঃ শারীরিক অসুস্থতা জনিত কারনে প্রায়ত হলেন মেদিনীপুর(Medinipur) পুরসভার(Municipality) প্রাক্তন পুরপ্রধান ও পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের প্রাক্তন মেন্টর প্রণব বসু(Pranab Basu)। তবে তার এই মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে এসেছে গোটা শহরজুড়ে। জানা গিয়েছে , কয়েকদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি।তবে হৃদরোগে আক্রান্ত হয়ে যাওয়ায় তাকে কলকাতার এক বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। এরপর রবিবার চিকিৎসা চলাকালীন ৭৪ বছর বয়সে হঠাৎই রাত প্রায় ১১টা নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সোমবার তার দেহ আনা হবে মেদিনীপুর(Medinipur) শহরে। এরপর শহরের পদ্মাবতী শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হবে।
প্রসঙ্গত, কয়েক বছর ধরে মেদিনীপুর পুরসভার পুরপ্রধান ছিলেন প্রণব বসু । একাধিকবার এই চেয়ারে বসেছেন দীর্ঘ দিনের এই রাজনীতিবিদ। তবে তার তিনি আগে কংগ্রেসেই ছিলেন। পরে আসেন তৃণমূল(Tmc) কংগ্রেসে। বহুদিন তিনি এই জেলার জেলা পরিষদের কো-মেন্টর(Co-Mentor) হিসাবেও কাজ করেন। গত বছর মেদিনীপুর(Medinipur) কলেজ মাঠে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সভাতে শুভেন্দু অধিকারীর হাত ধরেই তিনি বিজেপিতে(Bjp) যোগ দেন। আর তার পর থেকেই মেদিনীপুর শহরে বিজেপি নেতা হিসেবে পরিচিত ছিলেন। তার এই অকাল মৃত্যুতে শোকবার্তা জানিয়েছেন বহু জ্ঞানীগুণী ব্যক্তিবর্গ।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Pranab Basu
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore